পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

地牵 ভক্তিরত্নীকর [ প্রথম তরঙ্গ কহিতে কে পারে তার যৈছে শুদ্ধাচার। কায়মনোবাক্যে প্রবৈষ্ণবসেবা র্যার। পরম আশ্চর্ঘ্য সদা সঙ্কীৰ্ত্তনোৎসব। সে সুখসমুদ্রে ভাসে তাপসির সব ॥ গৌড়দেশে গৌরাঙ্গের প্রিয়-পরিকর । নরোত্তমে দেখি সবে আনন্দ অন্তর ॥ ধ্রীজাহ্নবীদেবী সূৰ্য্যপণ্ডিত-দুহিতা। নিত্যানন্দপ্রেয়সী যে জগতে পূজিতা । প্রেমভক্তিরত্ন প্রদানে প্রবীণ র্যেহ। ঐঠাকুর মহাশয় নামে হৃষ্ট তেঁহ । দেখি অলেকিক প্রেম বৈরাগ্য প্রবল । শ্রীজাহ্নবীদেবী মহা আনন্দে বিহ্বল ॥ কৃপা করি শ্ৰীখেতরীগ্রামেতে অসিয় । করয়ে সবারে তৃপ্ত সন্দর্শন দিয় । শ্ৰীমতী জাহ্নবীদেবীর অনুগ্রহ যত। মোছার পামর তাহা বর্ণিব বা কত ॥ স্ত্রীঠাকুরমহাশয় পরম উদার । যারে কৃপ। কৈল সৰ্ব্বসিদ্ধি হৈল তার ॥ প্রভু-ইচ্ছামতে শিষ্য কৈল কত জন । রামকৃষ্ণচক্রবর্তী গঙ্গানারায়ণ ॥ সন্তে মাদি সবে হৈল ভক্তিপথে আৰ্য্য। ঐনরোত্তমের সব অলৌকিক কাৰ্য্য ৷ শ্ৰীগোবিন্দকবিরাজ হৈয়৷ আনন্দিত। বর্ণিলেন গীতে কিছু যাহার চরিত ॥ তথাহি গীতং যথা ॥ জয়রে জয়রে জয়, ঠাকুর-নরোত্তম, প্রেমভকতি মহারাজ। যা কর মন্ত্রী, অভিন্ন কলেবর, রামচন্দ্র-কপিরাজ ॥ধ্রু॥ প্রেম-মকুটমণি, ভূষণ ভাবাবী, অঙ্গহি অঙ্গ বিরাজ । নৃপআসন, খেতরী মাহ বৈঠল, সঙ্গহি ভকতসমাজ ॥ সনাতন