७१२ ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । ন রাগীণাং ন তালানং ন বাদ্যানাং বিষেশতঃ । নাপি প্রবন্ধগীতানামন্তে জগতি বিদ্যতে ॥ ইতি ॥ " ওহে শ্ৰীনিবাস কৃষ্ণ প্রিয়ীসহ রাসে । ব্রহ্মাদি অগম্য শুদ্ধ প্রবন্ধ প্রকাশে ॥ গানে মগ্ন রাই কাণু শোভা নিরথিয়। বৃন্দাদেবী আনন্দে ধরিতে নারে হিয়া ॥ শ্ৰীকৃষ্ণ রাধিকাগুণ মহিমা বর্ণনে। করয়ে নিদেশ শুক শারী পিকগণে ॥ বৃন্দাদেশে হর্ষ শুক শারী পিকগণ । শ্ৰীকৃষ্ণরাধিক গুণ করয়ে বর্ণন ॥ শুকঃ প্রাহ । ষড়ঙ্গ। মেদিনী গীতে যথা ॥ জয় জনরঞ্জন কঞ্জনয়ন ঘন অঞ্জননিভ নব নগর ঐ ঐ । গোকুল কুলজা কুলধৃতি মোচন চন্দ্ৰবদন গুণ সাগর ঐ ঐ ॥ নন্দ তনুজ ব্রজভূষণ রসময় মঞ্জুল ভুজ মৃদবৰ্দ্ধন ঐ ঐ ! শ্ৰীবৃষভানু তনয়া হৃদিসম্পদ মদনীপ দ মদ মর্দন ঐ ঐ । গীত নিপুণ নিধুবন নয় নন্দিত নিরুপম তাণ্ডবপণ্ডিত ঐ ঐ । ভানুতনয় পুলিনাঙ্গণ পরিসর রমণীনিকর মণিমণ্ডিত ঐ ঐ ! বংশীধর ধরণীধর কৃত বন্ধুর অধরারুণ সুন্দর ঐ ঐ । কুন্দরদন কমনীয় কৃশোদর বৃন্দাবিপিন পুরন্দর ঐ ঐ ॥ কৃষ্ণকেলি কলহৈক ধুরন্ধর ধ। ধা ধি ধি ত গ ধেন্ন ঐ ঐ ! স স্বরি গরি নরহরিনাথ এই অ ইতি তাই আই অতেন্না ঐ ঐ ! সারিকা প্ৰtহ ॥ মেদিনী গীতে যথা । জয় জগত বন্দিনী, বিদিত নৃপনন্দিনী, রাধিক চন্দ্ৰবদনী ঃখমোচনী । শ্যাম মনোরঞ্জিনী, ধৈর্য্য ভর ভঞ্জিনী, কঞ্জখঞ্জন মীন গঞ্জি মৃগলোচনী ॥ কান্তিজিত দামিনী, পরম অভিরামিণী, ভামিনী সিন্ধু কন্যাদি মদমদিনী । মঞ্জু মৃদুহাগিনী,
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।