পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ } ভক্তিরত্নাকর । ○b-> ঐছে তাল ধরে তার উপম কি দিতে ॥ স্ত্রীরাধিক অদ্ভূত ভঙ্গিম প্রকাশিয়া । হস্তে হস্ত সংযোজয়ে ঈষৎ হাসিয়া ॥ হস্তাঘাত বলয়।দি ধ্বনি সম্মিলনে । যে অপুপর্ণ হয় তা বর্ণিব কুন জনে ॥ নানা ভাতি হস্তাঘাত নানা তাল গীতে। লক্ষী আদি বিস্ময় সে উপমা কি দিতে ॥ রাধিকার গণ যত সবে চমৎকার । কেহ কুন তালে গীতে করয়ে প্রচার ॥ ছায়tলগে গীত যে দুষ্কর তাতিশয় । ললিতা স্বন্দরী তাহা সুখে প্রকাশয় ॥ পরম কৌতুকী কৃষ্ণ ললিতাদি প্রতি । ক্ষুদ্র গীত গাইতে দিলেন অনুমতি ॥ অথ ক্ষুদ্রগীতমtহ ॥ তাল ধাতু যুক্ত বাক্য মাত্র ক্ষুদ্র গীত। ধাতু পূৰ্ব্ব উক্ত উদগাহাদি যথোচিত ॥ তথাহি ॥ তালধাতুযুতং বাক্যমাত্ৰং ক্ষুদ্রমিতীৰ্য্যতে ॥ শুদ্ধ সীলগের প্রায় ক্ষুদ্র গীত হয় । অন্ত্যানুপ্রাস প্রশস্ত শাস্ত্রে কয় ॥ ক্ষুদ্রগীতভেদ চারি চিত্রপদ। আর । চিত্রকলা ধ্রুবপদী পঞ্চালী প্রচার ॥ তথাহি ॥ তচ্চতুৰ্ব্বিধমেব স্যাক্তত্র চিত্রপদগ্রিম । চিত্রকল! ধ্রুবপদ! পঞ্চালীতি প্রভেদতঃ ॥ এ সকল গীতের লক্ষণ সুবিস্তার। পদ বৈচিত্রীতে চিত্ৰ কলtখ্যা প্রচার ॥ * তথাহি ॥ - c ক বলং পদমাত্রেণ বৈচিত্র্যং যত্র দৃশ্যতে ।