৪১২ ... * * ভক্তিরত্নীকর । পঞ্চম তরঙ্গ । ভুরু কমের কামান । আঁখি কোণে শরের সুন্ধান ॥ চঞ্চল কুণ্ডল শ্রুতিতটে। বোলয়ে মুকুতা নাগাপুটে ॥ বদনচন্দ্রম চারি দেশে । বরিষে অমিয়া হাসি লেশে ॥ পরিসর বুকের মাধুরী। করয়ে ধৈরজধন চুরি ॥ গলে বিলসয়ে বনমালা । হেরি হিয়া ধরে কি অবলা ? ॥ ভুজার বলনি প্রাণ হরে । জগৎ মাতায় কৃশোদরে । বসন ভূষণ সাজে ভালি । উরু নিন্দে উলট কদলি * ॥ বাজয়ে নুপুর রাঙ্গ পায় । নরহরি নিছনি তাহtয় ॥ ১ ॥ যথা রাগঃ ॥ অথ শ্রীরাধিকায়াঃ ॥ রাস বিলাসিনী রাই রাসে । সর্থীমাঝে বিলসে শ্যামের বাম পাশে ॥ অtহা মরি রূপের কি ছটা । আলো করে জগ জিনি উপম{র ঘট ॥ বদনে চীন্দের মদ নাশে । অমিয়া গরব হরে সুমধুর হাসে ॥ ভুরু দুটি ভ্রমরের পতি । কমল ময়ন কোণে ভঙ্গি নানা ভাতি ॥ নাসায় বেশীর ভাল সাজে । কি নব সিন্দূর বিন্দু ললাটের মাঝে ॥ শ্রবণে তাড়ঙ্ক ৭ মনোল্লমা । কনক দপণ নিন্দে গণ্ডের স্থষম ॥ বলয় কঙ্কণ করে শোহে। কাচুলি অঞ্চিত কুচ কানু মন মোহে । কিঙ্কিণী বলিত মাজা ক্ষীণ । পরিধেয় বিচিত্র বসন তনু লীন ॥ ললিত নিতম্ব উরুদেশ । যে গঢ়িল তার কি রহিল ধৃতি লেশ ॥ মণিময় নুপুর চরণে। নরহরি নিছনি স্ত্র নখের কিরণে ॥ ২ ৷ রাই কাণু সখী সহ বিবিধ প্রকারে । শ্ৰীবৃন্দাদেবীর মনোরথ
- কদলী বৃক্ষকে যদি মূল দেশ উপরে করা যায়, তাহার ন্যায় জtয় । + ভtড়ঙ্ক কর্ণভূষণ, কাণতাক্ষক। ।