পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । 8 >(?

  • ল ভরু, অলক কুল ললামিনী। চামীকর গরব হরণ, পরম মধুর মধুরিমতন, ভারত বসনাঞ্চল চল, ঝলকত অনুপামিনী । হস্তক বহুভীতি করত, শোভা রস পুঞ্জ বারত, নরহরি বহু নিছনি নিরথি-লজ্জিত সুরকামিনী ॥ ১ ॥

পুনঃ কর্ণাটঃ ॥ নৃতাতি রাসবিলাসিনী রাধা । বাজত মৃদঙ্গ ধিক ধিক ধা ধা। বালকত অঙ্গ কিরণ মনহরই। মুখশশি হগনি অমিয় যনু বরই ॥ উঘটত থৈ থৈ ধিকি তক ধেন্না । আই অতি আই অতি ওইঅ তেন্ন ॥ কঞ্জনয়ন গতি খঞ্জন দলয়ে । অভিনয় কৃতকর শোভিত বলয়ে ৷ কিঙ্কিণী মুখর বলিত কটি ক্ষীণ । পহিরণ বসন তরল তনুলীন ॥ বানন বালিতমণি নুপুর চরণে । নরহরি নিছনি ললিত পগ ধরণে ॥ ২ ॥ পুনঃ কামোদঃ ॥ নীচে রাই রমণীর মণি । চরণে নূপুর বীজে কটিতে কিঙ্কিণী ॥ ফণি জিনি বেণী পীঠে দোলে । গ্রীবার ভঙ্গিমা কিবা রসের হিল্লোলে ॥ কি মধুর অভিনয় করে । তাথৈআ৷ তাথৈআ থৈয়া কহি তাল ধরে ॥ বদনে চন্দের মদ নাশি । হালিতে বরিষে কি অমিয়। রাশি রাশি ॥ আখি অভিনয় কত ছান্দে । মাতায় মদন ভূপ বরজের চান্দে ॥ নরহরি কি দিব উপমা । জগৎ করয়ে আলো অঙ্গের সুষমা ॥ ৩ ॥ ওহে শ্ৰীনিবাস রাই কাণু কত রঙ্গে। করয়ে অদ্ভুত নৃত্য ললিতাদি সঙ্গে ॥ তথাহি গীতে । কেদারঃ ॥ আজু রাস বিলাস অতিশয়, শ্যাম শোহত পরম রসময়,