পঞ্চম তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । 8>m ধারা বহে, দৃমি দৃমিকি মৃদঙ্গ বাজে । মহীতলে তাল, ধরয়ে চরণে, কি নব নুপুর সাজে ॥ ললিতাদি দেখি সে না শোভা । নটন ভঙ্গিতে, গায় নানা মতে, নরহরি মন লোভী ৷ ২ ৷৷ ওহে শ্ৰীনিবাস রাসবিলাস বিশেষ । বর্ণে কবিগণ যাতে আনন্দ অশেষ । এ সব শ্রবণে নন। অমঙ্গল নাশে । রাধাকৃষ্ণ পাদপদ্ম মিলে অনায়াসে ॥ শ্রীর সিবিলাসী কৃষ্ণ ভুবন মোহন । যমুনায় জলকেলি করে কতক্ষণ ॥ তাহে যে কৌতুক তাহা কে বণিতে পারে । রচয়ে বিচিত্র বেশ এই কুঞ্জগারে ॥ র্দোহে মহা রঙ্গে এথা করয়ে শয়ন । নিশান্ত সময়ে জাগায়েন সখীগণ । দোহে সখীসহ নিজ নিজ গৃহে যান । দোহার বিচ্ছেদে দেহে না ধরে পর tণ ॥ সখীগণ নানারূপে দেহে প্রবোধয় । দেহে নিজ গৃহে তুতি স্বপ্নেতে মিলয় ॥ " তথাহি গীতে ॥ সখীসহ রাই শ্যামরায় । বিপুল বিলাস রাদে উল্লাস হিয়ায় ॥ জলকেলি করিবার তরে । প্রবেশি যমুনা জলে কত ভঙ্গি করে ॥ পরস্পর বারি বরিষয় । ভিজয়ে বসন তনু লীন শোভাময় ॥ লtজে ধনি চাহি শ্যাম পানে । লুকায় ভাগtধ জলে কমলের বনে ৷ কলিয়। সে মিভেtল প্রেমেতে । চুম্বয়ে কমল রাইমুখের ভ্রমেতে । ললিতাদি সখী চরি পাশে । দেখিয়া শ্যামের রঙ্গ মুহূ হীলে ॥ রাই সখীইঙ্গিত পাইয়াu" দাঁড়ায় শ্যামের অঙ্গে অঙ্গ হেলাইয়া । বাঢ়য়ে কৌতুক তিলে তিলে । করি জলকেলি উঠে যমুনার কুলে ! পিয়ে গধু মদনে মাতিয় স্বরত সমর সুখে উথঃ
- . [ අා එ I