পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নfকর । 8 డిసి রঙ্গ। রাইক প্রেষিত, বিবিধ দ্রব্য স্থখে, ভুঞ্জই প্রিয় স্বলাদিক সঙ্গ ॥ সময় প্রদোষে, সাজি ব্ৰজনগর, শুনি গুণিগান গমন করু কুঞ্জ। রাই রমণী মণি, বনী অলখিত গতি, সখীপহ শ্যাম মিলনে স্থখপুঞ্জ ॥ মধুর নিশা নব,-নৃত্য গীতরত, রাসবিলাস ভুবনে অনুপাম । কুঞ্জভবনে রতি, কেলি কলহ দু হু, শয়ন সেবই স্থথে সঘী ঘনশ্যাম ॥ ১ ॥ ওহে শ্ৰীনিবাস এই যমুনীর কূলে । বুলে কৃষ্ণ প্রিয়া সহ বিচিত্র হিন্দোলে ৷ গীতে যথা । মল্লার ॥ আজু ঝুলত নাগর রাজ । মহামঞ্জু নিকুঞ্জ কি মাঝ ॥ নব নিৰ্ম্মিত রত্নহি ডোর । তহি রাজত রঙ্গ বিভোর ॥ বামভাগেতে সুন্দরী শোহে । শ্যামন্থন্দরের মন মোহে ॥ তুহু রূপ নিরুপম ছটা । দূরে দামিনী জলদঘট ॥ হেমমণি বিভূষণ গায় । অতি বিচিত্র বসন তায় ॥ গলে দোলে সুললিত হার। নেত্র ভঙ্গি কি উপমা তার ॥ মুখচন্দ্রে সুমধুর হাসি । অনিবার ঝরে স্থধারাশি ॥ দেহে অধরে অধর দিয়া । রহে অঙ্গে অঙ্গ মিশাইয়া ॥ ললিতাদি সখী চারি পাশে । রঙ্গ দেখি কি আনন্দে ভাসে ॥ হাসি ঝুলায়ই মন্দ মন্দ । মিলি গায়ই গীত সুছন্দ ॥ কেহ কেহ মৃদঙ্গাদি বtয় । চারু চামর কেহ চলায় ॥ বরষা ঋতু রীতি অশেষ । বহে মন্দ সমীর স্বদেশ ॥ বেঢ়ি বৃক্ষলতা রুচিকারী । নানা পুষ্প প্রফুল্লিত ভারি ॥ ভ্ৰমে ভূঙ্গ ধ্বনি পরতেক । শিখী কোকিল পক্ষ অনেক । ঘন দাদুর গু শবদ বহু । রস বাদর ঝুমি রহু ॥
- -----
- দাদুর অর্থাৎ ভেক (বেঙু) দর্দর ।