পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । ૭? দিন। তার পুত্র গোকুলানন্দ শ্ৰীদাসদ্বয়। শিশুকাল হৈতে সৰ্ব্বচিত্ত আকৰ্ষয় ॥ অনায়াসে হৈলা সর্বশাস্ত্রে বিচক্ষণ । সঙ্কীৰ্ত্তনানন্দে উন্মত্ত অনুক্ষণ ॥ কি কহিব শ্ৰীগোকুলানন্দের মহিমা । শ্ৰীনিবাস-আচার্য্যের অনুগ্রহ সীমা ॥ যৈছে আজ্ঞা কৈল পিতা গোকুলের প্রতি। তৈছে শিষ্য হৈয়া গুরুপদে হৈল রতি ॥ মহাবিজ্ঞ শ্ৰীদাসের তৈছে ভক্তি প্রথা। বিশেষ জানিবে অাগে এ অদ্ভূতকথা ৷ শ্ৰীনিবাস-আচাৰ্য্য পরমদয়াময়। এ সকল শিষ্যসঙ্গে সুখে বিলসয় ॥ ভক্তিতত্ত্ব উপদেশ করয়ে সদায়। শ্ৰীকৃষ্ণচৈতন্যগুণে জগৎ মাতায় ৷ শ্ৰীনিবাস-আচাৰ্য্য প্রভুর প্রিয়দাস । ব্যাপিল যাহার যশে এ ভূমি আকাশ ॥ শ্ৰীনিবাস-জন্মাদি চরিত্র মনোহর। বৈষ্ণবের সাধ এ শুনিতে নিরন্তর ॥ বৈষ্ণবের চেষ্টা কিছু বুঝিতে নারিল। মো হেন মূখেরে বর্ণিবারে আজ্ঞা দিল ॥ তা সবার আজ্ঞাবল হৃদয়ে ধরিয়া । যে কিছু কহিব তা শুনিবে হৃষ্ট হইয়া ॥ শ্ৰীনিবাস-চরিত্র শুনিতে যার মন । তারে স্থপ্রসন্ন গৌরব্রজেন্দ্রনন্দন ॥ ইহা শুনইতে যার উল্লাস অন্তরে। প্রভুনিত্যানন্দ শ্ৰীঅদ্বৈত কৃপা তারে ॥ প্রভু-গদাধর শ্ৰীবাসাদি ভক্তগণ । ইথে রতি যার তারে দেন ভক্তিধন ॥ ইহার চরিত্রে যার নাহিক বিশ্বাস । এই সব তাহার করয়ে সৰ্ব্ব নাশ ॥ শ্ৰীনিবাস-চরিত্র শুনহ সৰ্ব্বজন । অনায়াসে হ’বে সব ' বাঞ্ছিত-পূরণ ॥ প্রসঙ্গে পাইয়া ইথে আর যে বর্ণিব । সে সব শুনিতে মহা আনন্দ বাঢ়িব ॥ অতি-সুমধুর এই শ্রবণ