পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8રર ভক্তিরত্নী কর । [**म ऊब्रत्र । দেবি , ইহা বুলি তুলি করয়ে কোলে ॥ ললিতা লতামাঝ তেজিয়া নিকটে, আসি কহে কত বুঝাব আমি । কুঞ্জদেবী বলি, ভয় নাহি করে, বিপরীত রতি লম্পট তুমি ॥ ইথে, দোষ না মানো ?, শুনিয়া কহয়ে, যাবে দোষ তুয়া পরশ পায়। ইহা শুনি নর,-হরি সহ সহচরী হাসে মুখে বসন দিয়া ॥ ১ ॥ ওহে শ্ৰীনিবাস এক দিন এই খানে হৈলা মহা ব্যাকুল শ্ৰীকৃষ্ণ রাই বিনে ॥ দূতীমুখে রাধিকার শুনিয়া গমন । মহানন্দে মত্ত হৈল ব্রজেন্দ্রনন্দন ॥ নেত্র মন রাধিকা-গমনপথে খুইলা। আপন না চিনে ঐছে বিহ্বল হইলা ॥ এথা রাধাপ্রিয় সখীগণের ইচ্ছায়। কৃষ্ণ আগে চলে চন্দ্রাবলী দূতীপ্রায়। গীতে যথা । যথা রাগঃ ॥ রাধা সুধামুখী, সুখি সখীগণে, রাখি কথোদূরে কৌতুক অতি । প্রাণসম প্রিয়া, পাশে চলে একা, অলখিত চন্দ্রাবলীর, দূতী ॥ নিকুঞ্জে নাগর, গর গর রাই, দরশন আশে বিভোর হৈয়া । কত মনোরথ, করে মনে মনে, পিয়া পথপানে সঘনে চা’য় ॥ তথা ভৃঙ্গগণ, ভ্ৰমে ভঙ্গি ভূরি,-রঙ্গে রহে করি গুঞ্জর ছল । চন্দ্রাবলী দূতী, ফিরে বনে কেনে, না জানিয়ে শুনি চমকে কালা ॥ হেনই সময়ে, সে দূতী তুরিত উপনীত পাশে চাহি ত পানে । বিমরিষ মুখ, মলিন বিষম, সঙ্কট জানিয়া ব্যাকুল মনে ॥ থির হৈয়া পুন, চাতুরী প্রকাশি, দূতী প্রতি কহে আদর করি । যtহ তুয়া পাছে, পাছে যাব বেগে, দূতী কহে ছাড়ি ঘাইতে নারি ॥ তুয়া বিনু চন্দ্রা,-বলী না জীয়রে,