পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । 8S ひ কি কর সে দশ দেখহ যায় । উঠ উঠ আর, ন সহে বিলম্ব, এত কহি পায় ধরয়ে ধায় ॥ পরশে পরম, পরশন দূতী, কতরূপে ধৃতি ধরয়ে মেনে । দূতী স্থপরশ, পাই শ্যামশশী, বিপশ সাপিনী দংশয়ে যেনে ॥ চঞ্চললোচনে, চাহে বৃন্দ প্রতি, কহে কহ ইকি হইল মোরে । বৃন্দা কহে কেনে, ভাব ভাল হবে, বারেক দূতীরে করহ কোরে ৷ শুনি সুচতুর, মণি অনিবার, দূতী কোরে করি আনন্দে ভাসে । দূরে থাকি তাহা দেখি সখী সব, বৃন্দ পানে চায়া ঈষৎ হাসে ॥ ললিত। ললিত, মল্লী বল্লী মধ্য, তেজি রেীষে কহে ভ্ৰভঙ্গি করি । যাহ যহ তথ, এথা বৃথা স্থিতি, রীতি অনুপম সহিতে নারি ॥ কত বা না কর, ও রতি লম্পট, সে সকল কথা রহিল দূরে । চন্দ্রাবলী সহ, যেরূপ তোমার, তাহ জানিলাম দূতীর দ্বারে ॥ স্বাহীমরি তুয়া, পিরিতি এরূপ, পুলক কভু না দেখিয়ে অঙ্গে । অীমা সভাকরে, কিসের সঙ্কোচ, চন্দ্রাবলী সুধা fপবহু রঙ্গে ॥ শুনি কাণু কহে, যিনি চন্দ্রাবলী, এ চান্দবদনে অমিয়া রাশি । পাইনু অনুমতি, পান করি এবে এত কহি মুখ চুম্বয়ে হাসি ॥ চিবুক পরিধরি, কর পল্লব, পরিহাস করে রসের ভরে । উরূপরি রাখি, রচিয়া স্থলেশ, বিলসয়ে নব পালঙ্ক পরে ॥ জানি সুসময়, প্রিয় সখী দুহু, শ্রম নিবtরয়ে যতন করি । পাইয়া ইঙ্গিত, রঙ্গে নরহরি, করয়ে চামর ওরূপ হেরি ॥ ১ ॥ ওহে শ্ৰীনিবাস আর এ রসকুঞ্জেতে। যৈছে বিহরয়ে তাহ। কে পারে কহিতে ॥ পরম অদ্ভূত লীলা সখী বিস্তরয় । মনের সানন্দে তাহ সখী অম্বি।দয় ॥ সখী বিনা সুখ না জন্ময়ে: