ՓՆ) ভক্তিরত্নীকর । [ প্রথম তরঙ্গ । পরসে বহিমুর্থ সম্মুখ হইব অনায়াসে ॥ পুনঃ পুনঃ নিবে দিয়ে অহে শ্রোতাগণ। নিরন্তর কর এই গ্রন্থ আম্বাদন ॥ গ্রন্থনাম থুইল বিজ্ঞে ভক্তিরত্নাকর। বিবিধ তরঙ্গ ইর্থে অতিমনোহর ॥ শ্ৰীভক্তগোষ্ঠীর পাদপদ্ম ধরি শিরে । সতত ডুবহু এই ভক্তিরত্নাকরে । ভক্তের সম্পত্তি ভক্তি কহে সৰ্ব্বজম । ভক্তে দিলে মিলে এই ভকতি-রতন ৷ জয় জয় ভক্তিদেবি ! কৃপা কর দীনে। অভিলাষ পূর্ণ নহে ভক্তিস্পর্শ বিনে ॥ বহু জন্ম করে যদি বিবিধ সাধন । তথাপি দুর্লভ কৃষ্ণপদে ভক্তিধন ॥ প্রভুপদে সে ধন পাইতে যার সাধ । সে করুক নিরন্তর ভক্তিরসাস্বাদ ॥ ভক্তিরত্ন যত্ন করি রাখহ হিয়ায় । সবার প্রধান ভক্তি সৰ্ব্বশাস্ত্রে গtয় ॥ তথাহি পাদ্মে ॥ জ্ঞানতঃ স্থলভা মুক্তিভুক্তির্বজ্ঞাদি পুণ্যতঃ । সেয়ং সাধনদtহত্ৰৈহরিভক্তিঃ সুদুলভ । শ্ৰীভক্তির মহিম। কহিতে সাধ্য কার । ভক্তিরসাস্বাদিতে চৈতন্য-অবতার ॥ হেন অবতারের বালাই লৈয়া মরি। মহানীচে কৈল কৃষ্ণ ভক্তি-অধিকারী ॥ নহিলে এ ভক্তিরত্ন রাখে লুকাইয়া । কখন না দেয় ছুটে ভুক্তি মুক্তি দিয়া ॥ তথাহি শ্ৰীভাগবতে ॥ রাজন পতিগুরুরলং ভবতাং যদুনাং দৈবং প্রিয়ঃ কুলপতিঃ কচ কিঙ্করো বঃ ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।