পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । 806:

জুর কহে দুঃখ পাই। পরস্পর অক্ররে নিদয়ে বার বার। না’বুঝয়ে ব্রজের মরম যে প্রকার ॥ গান্ধিনী আপন মায়ে প্রসবসময়। দিল মহাদুঃখ ইহেঁ। তাহারি তনয় । অঙ্করের নাম কেহ শুনিতে না পারে । মনে করিতেই দুঃখসমুদ্রে সঁতারে । দেখ যমুনার কুলে কুঞ্জ শোভায়য় । এথা রাই কাণু কি আনন্দে বিলসয় ॥ স্থরতান্তে রাই যে কহেন কৃষ্ণ প্রতি । তাঁহাই করেন কৃষ্ণ প্রেমাধীন অতি ॥ স্বাধীনভৰ্ত্তকাবস্থা রাধা প্রকাশয় । তিলে তিলে যে কৌতুক কহিল না হয় ॥ তথাহি শ্ৰীউজ্জলনীলমণে নায়িকাভেদে ৪৯ লক্ষণং ॥ স্বায়ত্তাসমদয়িত ভবেৎ স্বাধীনভৰ্ত্তকা । সলিলারণ্যবিক্রীড়া-কুসুমাবচয়াদিকৃৎ ॥ ওহে শ্ৰীনিবাস এই পুষ্পের কাননে । ভ্রমে রাধামাধব বেষ্টিত সখীগণে ॥ অনুরাগে রাধিকার উথলয়ে হিয়া । প্রাপ্ত প্রেমবৈচিত্ত্য দশানুরাগ ক্রিয়া । তত্রৈব স্থায়িভাবপ্রকরণে ১১২ লক্ষণং ॥ সদানুভূত মপি যঃ কুৰ্য্যামবনবং প্রিয়ং । রাগে ভবম্নবনবঃ সোহনুরাগ ইতীৰ্য্যতে ॥ পরম্পরবশীভাবঃ প্রেমবৈচিত্ত্যকং তথা । অপ্রাণিন্যপি জন্মাপ্ত্যৈ লালসাভয় উন্নতঃ ! বিপ্রলম্ভে হস্য বিস্ফুর্ভিরিত্যাদ্যাঃ হ্যরিহ ক্রিয়াঃ ॥ কিবা প্রেমবৈচিত্ত্য দশায় প্রেমাধিক ৷ হইতে বিশ্লেষ বুদ্ধি ব্যাকুল রাধিকা ॥ কোথ। কৃষ্ণ বলি অশ্রু বরয়ে নয়নে । নিকটেই কৃষ্ণ তাহ স্মৃতি নাই মনে ॥