পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । רפא অস্তুেবমঙ্গ ভজতাং ভগবান মুকুন্দো মুক্তিং দদাতি কহিঁচিৎ স্ম ন ভক্তিযোগং ॥ ব্রহ্মার দূর্লভ ভক্তি কেব। ইহা পায় ৷ হইল স্থলভ কৃষ্ণচৈতন্য-কৃপায় ॥ প্রভুর অভিন্ন নিত্যানন্দ বলরাম। মহাবিষ্ণুঅবতার অদ্বৈত নাম। মরি মরি কি অদ্ভুত করুণা দোহার। ক্তগত ভরিয়া কৈল ভক্তির পাথর ॥ ধ্রুপণ্ডি ত-গদাধর অদি প্রভুর শক্তি। কৃপা করি কারে বা না দিল কৃষ্ণভক্তি ॥ শ্ৰীবালাদি যতেক প্রভুর ভক্তগণ । মহানন্দে ভক্তিধন কৈল বিতরণ ॥ ভক্তিদাতা গোরা গুণ কে বণিতে পারে । আপনি করয়ে দান করায়ে সবারে ৷ স্থানে স্থানে ভক্তগণে করি নিযোজিত। পরমদুর্লভ ভক্তি করিল বিদিত ॥ দিলেন পশ্চিমদেশে রূপ সন তনে । তথা প্রকাশিল ভক্তিশাস্ত্রের প্রমাণে ॥ বৰ্ণিলেন গ্রন্থ শ্ৰীহরিভক্তিবিলাস। লক্ষ লক্ষ ভক্তিঅঙ্গ তাহাতে প্রকাশ ॥ ভক্তিরসামৃতসিন্ধু-গ্রন্থ মহাসূর। যাহা শুনি ভক্তচিত্তে আনন্দ প্রচুর । দুই মহারথী প্রভু-ভক্তপ্রিয়পাত্র। কৃষ্ণভক্তি লভে এ দোহর স্মৃতিমাত্র ॥ খ্রজীবগোস্বামী অাদি যত মহাশয় । ভক্তিশাস্ত্র প্রকাশি ভুবন কৈল জয় ॥ শ্রীজীবগোলtfঞর গুণ কে বণিতে পারে। সনাতনগোস্বামির পূর্ণকৃপা যারে। শ্ৰীসনতনের অতি অদ্ভুতচরিত। শ্ৰীমদ্ভাগবতে যার অতিশয় প্রীত ॥ প্রথম বয়সে স্বপ্নে এক বিপ্রবর। শ্ৰীমদ্ভগবত দেই আনন্দ অন্তর ॥ স্বপ্নভঙ্গে সনাতন ব্যাকুল হইলা। প্রাতে সেই বিপ্র ষ্ট্রীমদ্ভাগবত দিলা ।