পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ ।

  • ইল নেত্ৰ মন ॥ শ্ৰীকৃষ্ণ পণ্ডিত তিনে দেখিয়া উল্লাসে ।.ঞ্জমালা প্রসাদ দিয়া মঙ্গল জিজ্ঞাসে ॥ রাঘবপণ্ডিত ক্রমে সব নিবেদিয়া । সৰ্ব্বত্র দর্শন কৈল উল্লাসিত হৈয়া । শ্ৰী জীবগোস্বামির বাসা গেলেন ত্বরায় । শ্ৰীজীবের মহানন্দ দেখিয়৷ সবায় ॥ ঐরাঘবপণ্ডিত গোস্বামী শ্ৰীজীবেরে । কহিল সকল শুনি উল্লাস অন্তরে ॥ দুই এক দিবস রহিরা বৃন্দাবনে । রাঘবপণ্ডিত শীঘ্ৰ গেলা গোবৰ্দ্ধনে ॥ ওহে শ্রোতা মথুরামণ্ডল পরিক্রম। সংক্ষেপে কহিল ইথে অদ্ভুত মহিম । এ মাহাত্ম্য যত্নে পঢ়ে যে সবে শুনয় । শ্রেষ্ঠ গতি প্রাপ্ত সে উদ্ধারে

পক্ষদ্বয় ॥ - তথাহি আদিবরাহে ॥ যে পঠন্তি মহাভাগে শৃণুস্তি চ সমাহিতঃ। মথুরায়শ্চ মাহাত্ম্যং তে যান্তি পরমাং গতিং ॥ কুলানি তে তারয়ন্তি দ্ধে শতে পক্ষয়েtদ্বয়োঃ ॥ শ্ৰীব্রজমণ্ডল ভ্রমণেতে সুখ যত । সেই সে জানয়ে যে . ব্রজের অনুগত ॥ ব্রজে লীলাস্থলী নাম করহ কীৰ্ত্তন । অনায়াসে হবে সব বাঞ্ছিত পূরণ ॥ লীলা আস্বাদহ ভক্তগণের সহিতে । মিলিবে নিৰ্ম্মল ভক্তি ভক্তের কৃপাতে ॥ ভক্তস্থানে সাবধান হবে সর্বমতে । যেন কোন আকৌশল নহে তার চিতে ॥ আকৌশল হইলে সব হয় অন্তরায় । প্রসঙ্গ পাইয়া কিছু কহিয়ে এথtয় ॥ এক দিম স্ত্ররূপগোস্বামী বৃন্দাবনে । ভবয়ে মানসে মহা উল্লাসিত মনে ॥ রাধিকার বেশ বিরচয়ে সখীগণ । পৃষ্ঠদেশে রহি কৃষ্ণ করে নিীক্ষণ ॥ কৃষ্ণ যে দেখেন তাহা রাধিক না জানে। জানাইটে