পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । లి: বিভাগ করিয়া দোহে দিয়া রাজ্যভার । শ্ৰীকৃষ্ণের ধামপ্রাপ্তি হইল পিতার। কত দিন পরে লোক-সঙ্গট করিয়া। লইল জ্যেষ্ঠের রাজ্য কণিষ্ঠ হরিয়া ॥ রাজ্য গেলে রূপেশ্বর পত্নীর সহিতে । অষ্ট অশ্বে যুক্ত অইল পৌরস্ত্যদেশেতে ॥ ঐশিখরেশ্বর সখ্য তাতে সুখ পাই । রূপেশ্বরদেব বাস করিল তথাই ॥ ২ ॥ স্ত্রীরূপেশ্বরের পুত্র পদ্মনাভ নাম। পরমন্থন্দর সর্ধর্বগুণে অনুপম ॥ অঙ্গসহ যজুর্বোদিক অধ্যয়নে। পরম অপূর্ব যশঃ বিদিত ভুবনে ॥ কি অপূর্ব পদ্মনাভদেবের চরিত। শ্ৰীজগন্নাথের প্রেমে সদা উল্লসিত ॥ পদ্মনাভ নৃপ সে শিখর. ভূমি হৈতে। আইলেন গঙ্গাতীরে বাস স্পৃহা চিতে ॥ নবহট্টগ্রামে বাস কৈল মহাশয়। নৈহাটি নাম যার সর্বলোকে কয়। তথা পদ্মনাভদেব মহাহৰ্ষচিতে । শ্ৰীপুরুষোত্তমমূৰ্ত্তি পূজয়ে যত্নেতে ॥ করি যজ্ঞ উৎসব পরমানন্দ হৈল। অষ্টাদশ কন্যা পঞ্চ পুত্র জন্মাইল ॥ ৩ ॥ শ্ৰীপুরুষোত্তম জগন্নাথ নারায়ণ । মুরারি মুকুন্দ এই পুত্র পঞ্চ জন ॥ পুরুষোত্তম জ্যেষ্ঠ সৰ্বকনিষ্ঠ মুকুন্দ। সৰ্ব্বাংশে প্রবীণ সৰ্ব্বোত্তম গুণবৃন্দ ॥ ৪ ॥ শ্ৰীমুকুন্দদেবের নন্দন শ্ৰীকুমার। বিপ্রকুল-প্রদীপ পরমশুদ্ধাচার ॥ সদা যজ্ঞাদিক ক্রিয়া নিভৃতে করয় । কদাচার জনস্পর্শে অতিভীত হয় ॥ যদি অকস্মাৎ কভু দেখয়ে যবন । করে প্রায়শ্চিত্ত অন্ন না করে গ্রহণ ॥ জ্ঞাতিবর্গ হইতে উদ্বেগ