পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ક૭૭ उक्लिङ्गोकब्र । [ बर्छ उन्नत्र । জানি যে আমরা ॥ দূরে হৈতে দেখিমু তোমরা দুই জুন। ভূমে পড়িয়াছ কারো নাহিক চেতন ॥ সঙ্গিগণ ছাড়ি আইনু অতিব্যস্ত হৈয়া । বহুক্ষণ হৈল এথা আছি দাড়াইয়া ॥ এবে নিরুদ্বেগ চিত্তে গোচারণে যাই । এত কহি অদর্শন হইল৷ তথাই ৷ শ্ৰীনিবাস আচাৰ্য্য চিন্তয়ে মনে মনে । কোথা গেল। গোপের কুমার এই থানে ॥ আদর্শন হৈলা সিক্ত করি বাক্যমৃতে । আপন দুৰ্দৈব দোষে নারিনু চিনিতে ॥ ঐছে কত কহে দোহে বসি বৃক্ষতলে । ছাড়ে দীর্ঘ শ্বাস ভাসে নয়নের জলে ॥ মনের দুঃখেতে দেহে দিবা গেtঙাইল । কথোরাত্রে কৃষ্ণেচ্ছায় নিদ্রা তাকৰ্ষিল স্বপ্নচ্ছলে দেখা দিলা ব্রজেন্দ্রনন্দন । শ্যামলসুন্দর মূৰ্ত্তি ভুবনমোহন ॥ নটবর বেশ বংশী করে স্থশোভয় । মুখচন্দ্র-ছটায়ে মদন মুরুছয় । মধুর মধুর হাসি কহে ধীরে ধীরে । মোহিত হইল! মোর মুরলীর স্বরে ॥ মুচ্ছিত হুইলা অঙ্গ সৌগন্ধ পাইয়া । তোমা দোহা অাগে মুই আইমু ধাইরা ॥ গোপবালকের ছলে দিনু দরশন। চেতন. পাইলে ছলে করিনু গমন ॥ হইল ব্যাকুল দেহে আমার লাগিয়া। দেখা দিলু দেখ মোরে প্রসন্ন হইয়া ॥ এত কহি কথোক্ষণে হৈল আদর্শন । স্বপ্ন ভঙ্গে নহে নেত্রধারা নিবরণ ॥ কতক্ষণে দোহে অতি স্বস্থির হইয়া হৈল প্রতিঃকাল প্রাতে কৈল প্রাতঃক্রিয় ॥ গোবৰ্দ্ধনে কৃষ্ণেয় বিলগি অতিশয় । সে সব প্রসঙ্গে সদা উল্লাস হৃদয় ॥ ঐছে মধ্যে মধ্যে রাধাকুণ্ডে করে বাস। দোহে দাসগোস্বামির দর্শনে উল্লাস ॥ যৈছে দাসগোস্বামির কৃপা দেtহ প্রতি । তাই