পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ उब्रन् । ] ভক্তিরত্নাকর। - ৪৬৭ বর্ণিবারে মোর নাহিক শকতি ॥ কৃষ্ণদাস কবিরাজ আদি প্রেমময়। র্তা সতীর যৈছে স্নেহ কহিল না হয় ৷ এ সবার স্নেহানন্দে বিহ্বল হইয়া । কৃতাৰ্থ মানয়ে কুণ্ডশোভা নিরখিয়া ॥ একদিন শ্ৰীনিবাস মধ্যাহ্ন সময় । নরোত্তম সঙ্গে নান৷ নিকুঞ্জে ভ্ৰময় ॥ নরোত্তম প্রতি কহে এই পথ দিয়া । সূৰ্য্য পূজে শ্রীরাধিক। সূৰ্য্যালয়ে গিয়া ॥ এত কহিতেই অকস্মাৎ সেই স্থানে। নূপুরের শব্দ আসি শামাইল কাণে ॥ যে আনন্দে উন্মত্ত হইলা দুইজন । সে সব বিস্তারি এখা না হয় বর্ণন ॥ নন্দগ্রাম জীবট বর্ষণ আদি স্থানে । যে কৌতুকে বিহবল তা কহিতে কে জানে ॥ বৃন্দাবনে স্থখের সমুদ্রে মগ্ন হৈলা । কহিতে না জানি যে যে রহস্য দেখিলা ॥ গোস্বামী সকল যৈছে অনুগ্রহ কৈল । গ্রন্থবিস্তারের ডরে বণিতে নারিল ॥ সকল গোস্বামী মিলি দঢ়াইলা চিতে । শ্ৰীনিবাসে শীঘ্ৰ গৌড়দেশ পাঠাইতে ॥ এই কথা সৰ্ব্বত্রেই হইল প্রকাশ । গ্রন্থলৈয়া গৌড়ে যাইবেন শ্ৰীনিবাস ॥ গ্ৰন্থরত্ব প্রদান করিব স্থানে স্থানে। গমন হইব শুক্লপক্ষে অস্ত্রায়ণে ॥ শ্ৰীনিবাস এথা হৈতে করিলে গমন । কি রূপে ধরিবে ধৈর্য্য প্ৰভু প্রিয়গণ, মো সভার অন্তর কি রূপে হবে থির । এত কহিতেই নেত্ৰে বহে প্রেমনীর ॥ না ধরে ধৈর্য বিজ্ঞ ব্ৰজবাসিগণ । শ্ৰীনিবাসাচার্ষ্য যেন সবার জীবন ৷ শ্ৰীনিবাসচেষ্টায়ে কে বা না সুখপায় । অতি দীনহীন র্যেহে মানে আপনায় ॥ ধীর ভক্তিপ্রথা দেখি ঐ জীব গোসাঞি । নিরন্তর অন্তরে হুখের সীমা নাই ॥ একদিন ঐ জীবাদি গোবিন্দমন্দিরে ।