পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ8 ভক্তিরত্নী কর । [ बर्छ उन्नत्र । পের অনুগ্রহমতে । বিদায় হইয়া চলে সমাধি হইতে ॥ ঐ জীবের প্রাণধন রাধাদামোদরে। করয়ে দর্শন গিয়া অধৈৰ্য্য অন্তরে ॥ রাধাদামোদর প্রভু রসের অালয় । শ্ৰীনিবাস প্রতি অনুগ্রহ অতিশয় ॥ কৈল যৈছে বিদায় কহিতে সাধ্য নাই । শ্ৰীমাল। প্রসাদ দিলা শ্ৰীজীবগোসাঞি ॥ শ্ৰীদামোদরের কৃপা দেখি শ্ৰীনিবাসে । হইল। অধৈৰ্য্য অতি মনের উল্লাসে ॥ শ্ৰীনিবাসে নিকটে রাখিয়া কথোক্ষণ । শ্ৰীনিবাস প্রতি কহে সস্নেহ বচন ॥ নরোত্তম শ্যামানন্দ দেহে সঙ্গে লৈয়া । গোস্বামির পাশে যাহ ধৈর্য্যাবলম্বিয় ॥ আমি এথা হৈতে যাই গোবিন্দমন্দিরে । তথা যে অtছয়ে কাণ্য সাধিব সত্বরে ॥ কথোক্ষণ পরে তথা অtমিহ যাইব । সৰ্ব্বত্রে তোমার আজি বিদায় হইব ॥ এত প্রহি শ্ৰীগোবিন্দমন্দিরে চলিলা । গ্রন্থারোহণের গাড়ী তথা আনাইলা ॥ আর যে যে কার্ষ্য শীঘ্র করি সমাধান । শ্ৰীভট্টগোস্বামি-পাশে করয়ে পয়ান ॥ এথt শ্ৰীনিবাস দোহে লইয়া সঙ্গেতে । গোস্বামির পাশে চলে । বিদায় হইতে ॥ সেই পথে নির্জন কুঞ্জেতে বৃক্ষতলে । দ্বিজ হরিদাসাচাৰ্য্য ভাসে নেত্রজলে ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য বলি ছাড়ে দীর্ঘ শ্বাস । অতি ক্ষীণ দেহ নাই জীবনের আশ ৷ শ্ৰীনিবাস গিয়া তার করিল দশন ৷ প্ৰণমিতে কৈল তেঁহে দৃঢ় আলিঙ্গন ॥ দ্বিজহরিদাসাচার্য্য অতি স্নেহাবেশে । শ্ৰীনিবাস প্রতি কহে স্নমধুর ভাষে ॥ রজনী প্রভাতে কালি গৌড়ে ষত্রে হবে । আমি যে কহিয়ে তাহ অবশ্য করবে । ত্রীদাস গোকুলানন্দ আমার তমর। জন্মে জন্মে সেই দুই তোমার শিষ্য হয় । গৌড়ে গিয়া সে দোহারে দীক্ষামন্ত্র দিব। 1 পরণ