পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

総熱* ভক্তিরত্নীকর । , [ ষষ্ঠ তরঙ্গ । লেন কোলে ॥ ভক্তাধীন প্রভু ধৈর্য্য ধরিতে না পারে। নেত্রজলে সিঞ্চিয়া কহয়ে ধিরে ধিরে ॥ শুনিতে তোমার খৈদ বিদরে হৃদয় । তুমি যে করিলা মনে এ উচিত নয় ॥ প্রেমের স্বরূপ মোর প্রিয় শ্ৰীনিবাস । তেঁহে গৌড়ে গ্রন্থরত্ব করিব প্রকাশ ৷ কহিতে কি এ সকল পূৰ্লেই জানহ । তারে মিলি ভঁtহারে করিব। অনুগ্রহ ॥ আর এই তোমার নন্দন দুই জনে । করাইবা শ্ৰীমন্ত্র গ্রহণ র্তার স্থানে ॥ সপর্বসিদ্ধি হবে ত্রীনিবাস কৃপা হৈতে । এ দোহার ভক্তিবল ব্যাপিব জগতে ॥ তোমা সহ সাক্ষাৎ হইব বৃন্দাবনে । বিলম্ব না করে। শীত যাহ সেই খানে ॥ নিরন্তর তোমার নিকটে আছি আমি । মধ্যে মধ্যে আমারে দেখিতে পাবে তুমি ৷ ঐছে কত কহি করি দৃঢ় তালিঙ্গন । ভকতবৎসল প্রভু হৈলা তাদর্শন ॥ নিদ্রাভঙ্গ হৈতে অতি ব্যাকুল হইলা । দেখি প্রাতঃকাল, প্রাতে প্রাতঃক্রিয়। কৈল ॥ পুত্রে বোলাইয়া কহে মধুর বচনে । অদ্য অামি গমন করিব বৃন্দাবনে ॥ তোম। দেহা করি ভাগ্য কহিল না হয় । শ্রীচৈতন্য প্রভু অনুগ্রহ অতিশয় ॥ ওহে বাপু প্ৰভু প্রিয় ক্রীনিবাসস্থানে । দীক্ষামন্ত্র গ্রহণ করিব কথো দিনে ॥ তেহ ব্রজে গিয়া পুন আসিব গৌড়েতে। পরম অমূল্য ভক্তি গ্রন্থ প্রচারিতে ॥ তীরে দেখিতেই তার প্রভাব জানিবে । দেবের দুল্লভ ভক্তিরত্ন লভ্য হবে ॥ ঐছে কত কহি পুত্রে, হইয়া বিদায় । গৃহে হৈতে চলে কৃষ্ণচৈতন্য ইচ্ছায় । কথেদিনে বৃন্দাবনে প্রবেশ করিলা । কিছু দিন পরম আনন্দে গোড়াইলা ॥ দুঃখের সমুদ্রে মগ্ন হৈলা তার পর । কহিতে সে