পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । 8ፃፃ সব কথা বিদরে অন্তর ॥ রূপ সনাতন গুণ সোঙরিয়া কন্দে । সে দর্শ দেখিতে কেউ স্থির নাই বন্ধে ॥ কি কহিব হরিদাসচার্যোর যে রীতি । যাহার স্মরণে মিলে নিৰ্ম্মল ভকতি ॥ এই— রূপে বৃন্দাবনে গমন তাহার । গ্রন্থের বাহুল্য ভয়ে ন কৈলু পিস্তার ॥ শ্ৰীনিবাসাচার্য্যে অনুগ্রহ প্রকাশিয়া । পুনঃ পুনঃ আলিঙ্গয়ে অনেক কহিয়া ৷ হইয়া অধৈৰ্য্য অতি স্নেহে শ্ৰীনিবাসে । করিতে বিদtয় সে নেত্ৰের জলে ভাসে ॥ শ্ৰীনরোত্তমেরে করি দৃঢ় আলিঙ্গন কহিল যতেক তাহা না হয় বর্ণন ॥ শ্যামানন্দে ভালিঙ্গন করি রুপাময় ৷ হইয়া ব্যাকুল মহামঙ্গল চিন্তায় ৷ শ্ৰীনিবাসীচাৰ্য্য আদি হুইয়া বিদায় । নেত্রজলে ভাসে অতি অধৈৰ্য্য হিয়ায় ॥ যমুনীর তীরে এক বৃক্ষ মনোহর । পরমনির্জন স্থান অন্য অগোচর ॥ কানায়া নামেতে এক বিপ্ৰ ব্ৰজবাসী । কৃষ্ণে অরিধিয়ে সেই বৃক্ষ তলে বসি ॥ তথা শ্ৰীনিবাস গিয়া প্ৰণমিতে র্তীরে । তেঁহ আলিঙ্গন করি ছড়িতে না পারে। অশ্রুজলে সিঞ্চিয় করয়ে বার বার । এই যে হইল দেখা ন হইব অtর ॥ তুমি প্রেমময় গৌড়ে গ্রন্থ প্রচারিব । অনায়াসে জীবের কল্মষ নাশাইব ॥ রূপ সনাতনের করুণাপত্রে তুমি । তোমার সৌভাগ্য তা কহিব কত আমি ॥ এত কহি রূপ সনাতনের চরিতে। হৈলা মহা-বিহবল নরিয়ে স্থির হৈতে ॥ রূপ সনাতন প্রতি যৈছে প্রীত র্তার। কহি কিছু বিস্তারি নরিয়ে বর্শিবার ॥ কানাইর মাতা অতিস্নেহের আলয় । রূপসনতনে তার বাৎসল্যাতিশয় ॥ কে বুঝিতে পারে কানাইর যৈছে রীতি । মাপ সনাতনের নিকটে সদ। স্থিতি ॥ শ্রীরূপ শ্ৰীসনতনে পরম