পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शं% छझत्रु 3 छडिप्लोकब्रम्रै &to বার। বিদায় হইতে নেত্ৰে বহে অশ্রদ্ধার ॥ স্ত্রীনিবাসে স্থস্থির করিয়া সৰ্ব্বজনে । আজ্ঞী কৈল পুনশ্চ আসিব বৃন্দাবনে । মরোত্তম শ্যামানন্দে অনুগ্রহ করি । কহিল যতেক তাছ{ কহিতে না পারি ॥ প্রেমাবেশে সবে এ সবারে আলিঙ্গিলা ॥ সবে ভূমে পড়ি সে সকলে প্ৰণমিলা ॥ স্ত্রীজীবগোস্বামী প্রতি কহয়ে সকলে । একত্র হইল কালি প্রাতে যাত্রাকালে ৷ শুনিয়া শ্ৰীজীব নিদেশয়ে"শ্ৰীনিবাসে এবে যtহ সবে গোপীশ্বরের আবাসে ॥ স্ত্রীনিবাসাচার্য্যাদি গেলেন গোপীশ্বরে । স্ত্রজীবগোস্বামী গেলা গোবিন্দমন্দিরে । খ্ৰীনিবাস করি গোপীশ্বরের দর্শন ! করিল প্রার্থনা যত না হয় বর্ণন ॥ গোপীশ্বর পরম প্রসন্ন শ্ৰীনিবাসে । অলক্ষিতে বিদায় করিলা বিপ্ৰবেশে ॥ নরোত্তম শ্যামানন্দ ব্যাকুল হইয়া । গোপীশ্বরে যে কহে তা শুনি দ্রবে হিয়া ॥ প্ৰণমিয়া যত্নে শ্ৰীশঙ্কর গোপীখরে শ্ৰীনিবাস আচাৰ্য্যাদি চলে ধীরে ধীরে ৷ কাশীশ্বর গোস্বামির ,সমাধি দেখিয়া । করিলেন প্রণাম ধূলায় লোটাইয়া । কাশীশ্বর মহিমা কহিতে কেবা জানে। শ্ৰীগৌরগোবিন্দে যে আনিলা বৃন্দাবনে ॥ গোবিন্দের দক্ষিণেতে তারে বলাইয়া । দেখি দুহু শোভা মুখে উমড়য়ে হিয়া ॥ শ্রীচৈতন্য শ্ৰীকাশীস্বরের প্রেমবশে । শ্ৰীবিগ্রহ রূপে আইলা পশ্চিম প্রদেশে ॥ তথাহি সাধনদীপিকায়াং ॥ শ্ৰীমৎকাশীশ্বরং বন্দে যৎ প্রীতিবশতঃ স্বয়ং । চৈতন্যদেবঃ কৃপয়া পশ্চিমং দেশমাগতঃ ॥ { ఆపి |