পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दई छद्रन। ] अउिद्गङ्गांङह । । উপরে শোড়ে এ গজমুকুতা গো, সোনায় মণ্ডিত, জার বিজুরি জড়িত কিবা চাদের কলিকা গো, মেঘের আড়ালে থাকি হাসে ॥ সুন্দর কপালে শোহে স্বন্দর তিলক গো, তাহে শোভে অলকার পাতি । হিয়ার মাঝরে মোর ঝলমল করে গো, চীন্দে যেন ভ্রমরার পাতি ॥ মদন ফাছুয়া ওনা চূড়ার টালনি গো, উহ ন শিখিয়াছিল কোথা । এ বুক ভরিয়া মুখ দেখিতে না পামু গে, এ বড়ি মরমে মোর ব্যথা কেমন মধুর সে না বোল খানি খানি গো, হাতের উপরে লাগি পাঙ । তেমন করিয়া যদি বিধাতা গঢ়িত গো, ভাঙ্গিয়া ভাঙ্গিয় তাহ খাঙ ॥ করিবর কর জিনি বাহুর বলনী গো, হিজুলে মণ্ডিত তার আগে । যৌবন বনের পাখী পিয়ালে মরয়ে গো, তাহারি পরশ রস মাগে ॥ ঠমকি ঠমকি যায় যায় তেরচ নয়নে চায় যেনমত গজরাজ মাতা । শ্ৰীনিবাল দাসে কয় ও রূপ লখিল নয় রূপসিন্ধু গঢ়িল বিধাত ॥ " ॥ অনুরাগে শ্ৰীনিবাস ধৈর্য্য নাই বঁধে । কি মধুর মাধুরী “দেখিলু বলি কান্দে ॥ ঐ জীবগোস্বামী কত যত্ন করি স্থির । মেহের আবেশে গেলা আপন কুটীর ॥ শ্ৰীনিবাস আপনার বাসায় রহিল । নরোত্তম শ্যামানন্দ নিজ বাসা গেলা ॥ সৰ্ব্বত্র দশনাবেশে দিবস গোঙাই । রাত্রে যে করয়ে খেদ তার অন্ত নাই ৷ দুটা বাহু তুলিয়া কহয়ে বারে বারে। এ মুখে বঞ্চিত বিধি করিল আমারে ৷ শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহন। মো অধমে পুন কি দিবেন দরশন ॥ ঐরাধাবিনোদ রাধারমণ