পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఈ छछिझुङ्गकङ्गे । [ शर्छ उच्चत्र। প্রভুরে । পুন কি দেখিব প্রভু রাধাদামোদরে ৷ শ্ৰীগোপাল ভট্ট প্রভু আনি ব্ৰজপুরে । পুন কি দিবেন পাদপদ্ম সেবা মোরে ॥ গোস্বামী শ্ৰীলোকনাথ করুণাধিগ্রহ। মো অধমে পুন কি করিব অনুগ্রহ ॥ কৃপাময় ভূগৰ্ত্ত গোস্বামী কৃপা , করি। পুন কি আনিব মো পাপির কেশ ধরি ॥ গোস্বামী ঐীরঘুনাথ দাস দয়ানিধি । পুন কি করিব মোর মনোরথ সিধি ॥ শ্ৰীজীবগোস্বামী দীন দুঃখির জীবন । পুন কি দেখিব আমি র্তার স্ত্রীচরণ ॥ হাহা প্রভু প্রিয়গণ মো হেন দুর্জনে । পুন ব্রজে অানি কি রাখিব। সন্নিধানে ॥ ঐছে কত কহিতে কহিতে নাই পারে। কণ্ঠরুদ্ধ হয় নেত্ৰ জলেই সাঁতারে ৷ শ্ৰীনরোভমের খেদ কহা নাইযায় । যাহার শ্রবণে দারু পাষাণ মিলয় ॥ শ্যামানন্দ অতিশয় ব্যাকুল অন্তরে । করয়ে যতেক খেদ কহিতে কে পারে ॥ করিতে না পারে কেহো ধৈর্য্যাবলম্বন"। বিচ্ছেদ চিন্তায় নিশি করে জাগরণ। শ্ৰীনিবাগ চিত্তে যে ষে উদ্বেগ উপজয় । তাহ। সে জানেন শ্ৰীগোবিন্দ দয়াময় ॥ শ্ৰীগোবিন্দ দেবের ইচ্ছায় রাত্রিশেষে ৷ হইল কিঞ্চিৎ নিদ্রা" বেশ শ্ৰীনিবাসে স্বপ্ন ছলে শ্ৰীগোবিন্দ মন্দির হইতে । গজেন্দ্রগমন আইল। আচাৰ্য্য অগ্ৰেতে ॥ জিনি পুঞ্জ অঞ্জন জলদ নীলমণি । রূপের ছটায় কোটি মদন নিছনি ॥ নানা রত্ন ভূষণে ভূষিত কলেবর । শিরে শিখি পিন্থচূড়া পরম স্বন্দর। প্রত্যঙ্গ অদ্ভুত শোভা উপমা কি তার। সুদীর্ঘ লোচন ভঙ্গী ভুঘন মাতায় ৷ লক্ষ লক্ষ চন্দ্রমা জিনিয়া চান্দ মুখে ।