পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম তরঙ্গ । জয় জয় স্ত্রীকৃষ্ণচৈতন্য দীনবন্ধু । জয় জয় নিত্যানন্দ করাগারগিন্ধু ৷ জয় শ্ৰীঅদ্বৈত দেব গুণের তাtলয় । জয় শ্ৰীপণ্ডিত গদাধর প্রেমময় ॥ জয় প্রেমভক্তি দাতা পণ্ডিত শ্ৰীবাস । জয় বক্রেশ্বর শ্ৰীমুরারি হরিদাস ॥ জয় সার্বভৌম কাশীমিশ্র রামনন্দ ৷ জয় বাসুদেবঘোষ মাধব মুকুন্দ ৷ জয় ধনঞ্জয় স্ত্রীস্বরূপ দামোদর। জয় নরহরি গৌরীদাস কাশীশ্বর ॥ জয় দাস গদাধর শ্ৰীধর বিজয় । জয় শুক্লাম্বর ব্রহ্মচারী শ্ৰীগঞ্জয় ॥ জয় ভট্ট গোপাল ঐ রূপ সনাতন । জয় রঘুনাথদাস দুঃখির জীবন ॥ छग्न শ্ৰীভূগৰ্ত্ত’ লোকনাথ শ্রীরাঘব । জয় রঘুনাথ ভট্ট আচাৰ্য্য যাদব ॥ জয় জয় শ্রীজীব যে গুণের নিধান । জয় কবিরাজ কৃষ্ণদাস দয়াবান ৷ জয় জয় শ্ৰীনিবাস আচাৰ্য্য ঠাকুর । জয় নরোত্তম র্যার মহিমা প্রচুর ॥ জয় জয় শ্যামানন্দ চরিত্র অপার । ঐদুঃখিনী কৃষ্ণদাস নাম পূর্বে যার ॥ জয় ঐবৈষ্ণবগণ দয়ার অবধি । যা সভার অনুগ্রহে হয় সম্পূর্বসিদ্ধি ॥ জয় জয় শ্রোতাগণ গুণের অtলয় । এবে যে কহিয়ে শুন হইয়া সদয় ॥ ঐমিবালাচাৰ্য্য লৈয় গ্রন্থ রত্বগণ। চলে গৌড়পথে করি গৌরাঙ্গ স্মরণ ॥ সঙ্গে নরোত্তম ঐছে দেহ ভিন্ন মাত্র । শ্যামানন্দ আচার্য্যের অতি স্নেহ পাত্ৰ ॥ নরোত্তম শ্যামানন্দলহু স্ত্রীনিবাস । নিৰ্ব্বিস্ব চলয়ে পথে হইয়া উল্লাস ॥ নীলাচলে