পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88° * ভক্তিরত্নীকৱ । [ লুপ্তম তরঙ্গ। পথে ॥ নির্বিঘ্নে আইলু দেশে ঐছে বিচারয়। বিষ্ণুপুরে রাজা দুষ্ট ইহা না জানয় ॥ রাজধানী বনবিষ্ণুপুর সমিধানে। বনে মধ্যে বৃহদূগ্রাম আইলা সেই খানে । ভক্ষণাদি ক্রিয়৷ দিবসেই সমাধিল ॥ কৃষ্ণকথা সুখে অৰ্দ্ধ রাত্রি গেtঙাইল ॥লে রাত্রিতে সকলেই করিতে শয়ন ৷ হইলেন নিদ্রাগত নাহিক চেতন ॥ গ্রামবাসি শিষ্ট লোক চিন্তে মনে মনে । কৃষ্ণ কি করিবে রক্ষ। এই মহাজনে ॥ নিশ্চিন্তে আছয়ে সবে শঙ্কা না জানায় । সাবধান করিতেও নারি রাজভয় ॥ এখা রাজা দুষ্ট অল্প ধনের কারণে। বহুদূর পর্য্যস্ত পাঠায় দস্থ্যগণে ॥ এই মহাজন গাড়ি ভরি ধন লৈয়া । কি রূপে আইলা পথে নিৰ্ব্বাছ করিয়া ॥ কেহ কহে এ হয় ধাৰ্ম্মিক মহাজন। এ হেতু হরিতে ধন নীরে দস্থ্যগণ ॥ কেহ কহে দস্যগণ আছে লাগ লৈঞা। ন জানি কখন হানা দিবেক আসিয় ॥ ঐছে কত কহে লোক রহি নিজালয়ে । এথা দস্থ্যগণ নানা উপায় চিস্তয়ে ॥ কেহ কহে ওহে ভাই কর এই কাজ । দম্যর সমাজে যেন না পাইয়ে লাজ ॥ তামড় গ্রামের সন্নিধানে লজ হৈল । তথা নিজ কাৰ্য্য সিদ্ধি করিতে নারিল ॥ রঘুনাথপুরের নিকটে নিশtভাগে । হৈলা পরাভব সবে সে সবার আগে ॥ এবে আইলা বনবিষ্ণুপুর সন্নিধানে। যার যৈছে বল বুদ্ধি প্রকাশ এখানে ॥ অদ্য গাড়ী সহ অর্থ দিলে সে স্নাজারে ৷ হইব প্রসন্ন নহে বধিব সবারে ॥ ঐছে কহি সনে