পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ग४थ छात्र । ] ভক্তিরত্নাকর। ৪৯১ এক সংঘট হইয়া। পূজে চণ্ডী ছাগ মেষ মহিষাদি দিয়া ॥ চণ্ডীপদে প্রণমি কহয়ে বারে বারে । কাৰ্য্য সিদ্ধি করি রক্ষা করং সবারে। ঐছে কত কহি আচাৰ্য্যাদিসন্নিধানে। আগে পাঠাইল শ্রেষ্ঠ চোঁর এক জনে ॥ তেঁহ আসি দেখে সবে নিদ্রাগত হৈলা । জানি সুসময় গিয়া দস্থ্য জানাইলা ॥ দস্থ্যগণ শীঘ্ৰ আলি ভয়ঙ্করবেশে । স্বচ্ছন্দে লইয়া গাড়ী বনেতে প্রবেশে ॥ রাত্রিশেষে বনবিষ্ণুপুরে প্রবেশিয়া । দিলেন রাজারে সব বৃত্তাস্ত কহিয়া ॥ বনবিষ্ণুপুরের যতেক শিষ্টাগণ । শুনিলেন রাজা হরিলেন বহুবন ॥ নির্জনে বসিয়া কেহ কহে কারু প্রতি । অতি মন্দ কাৰ্য্য রাজা দুষ্টমতি ॥ বৃন্দাবন হৈণ্ঠে মহাজন ধন লৈঞা । ক্ষেত্রে চলে জগন্নাথ দর্শন লাগিয়া ॥ তারে দুঃখ দিল এ পাপিষ্ঠ দুরাচার। বুঝিল ইহার কভু নবি উদ্ধার। কেহ কারু কর্ণে কহে ক্ৰন্দন করিয়া। বনবিষ্ণুপুর যাবে উচ্ছন্ন হইয়া ॥ ঐছে দুষ্ট রাজা নাই ভারত ভূমিতে। কেহ না পারয়ে | এ পাপিয়ে দণ্ড দিতে ॥ কেহ কহে এ দুষ্ট রাজার এই ৷ নীতি। করিব নরক ভোগ কভু নাই গতি ॥ কেহ কহে এ ইষ্টের সকল অনীত। কহ দেখি ইহার কিরূপে হবে হিত ॥ কেহ কহে ছিভকর্তা প্রভু নারায়ণ । কলিতে যে কৈল কৃপা না হয় বর্ণন ॥ নবদ্বীপে বিপ্রবংশে জগাই মাধাই ৷ মহাপাত্ত- , কির শিরোমণি দুই ভাই ॥ যার স্তয়ে কঁপে লোক লে ছুই