পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R ভক্তিরত্নীকর } [ প্রথম তরঙ্গ ।

  1. -

সনাতন রূপ ক্লাল্লভ ভক্ত ভূপ । সৰ্ব্বজ্যেষ্ঠ সনাতন অনুজ শ্রীরূপ। সবার অনুজ শ্ৰীবল্লভ প্রেমময় । শ্রীজীবগোস্বামী হন তঁtছর তনয় ৷ এ তিন ভ্রাতাব যৈছে গৃহে ব্যবহfব । গ্রস্থের বাহুল্যভয়ে বর্ণিবার ॥ সনাতন রূপ মহামন্ত্রী সর্যবংশেতে । শুনিলেন রাজা শিষ্ট-লোকের মুখেতে ॥ গৌড়ে রাজা যবন তনেক অধিকার । সনাতন রূপে তানি দিল রাজ্যভীর ৷ ম্লেচ্ছভয়ে পিষয় করিল তাঙ্গীকার। এ দুই প্রভাবে রাজ্যবৃদ্ধি হৈল তর । রাজা হর্ষে দিল রাজ্য পৃথক্ করিয়া । রাজ্যভোগ করগে কিঞ্চিৎ কর দিয়া । গৌড়ে রামকেলিগ্রামে করিলেন বন । ঐশ্বর্ঘ্যের সীমা অতি অদ্ভূতবিলাস ॥ ইন্দ্রসম সনাতন রূপের সভাতে । BBB BDDKB BB BB BBBS KBB BSBB BDS কাদি কবিগণ। সৰ্ব্বদেশী সকলে নিযুক্ত পূর্বক্ষণ ॥ নিরন্তর করেন অনেক অর্থব্যয় । কোলরূপে কার তাসম্মান নাহি হয় ৷ সদা সৰ্ব্বশাস্ত্র চর্চা করে দুই জন । জনায়াসে করে দোহে খণ্ডন স্থাপন ॥ স্যায়সূত্রপ্যাখ্যা নিজকৃত যে করয়। সনাতন রূপ শুনিলে দে দৃঢ় হয় ৷ ঐছে সবে সর্বপ্রকারেতে দৃঢ় হঞা । সনাতন রূপগুণ গায় সুখ পাঞ।। সৰ্ব্বত্র ব্যাপিল এ দোহার গুণগণ। কর্ণাটদেশদি হৈতে আইল৷ বিপ্রগণ ॥ সনাতন রূপ নিজ-দেশস্থ ব্রাহ্মণে । বাসস্থান দিলা সবে গঙ্গা-সন্নিধানে ॥ ভট্টগোষ্ঠী-বাসে ভট্টবাটা নামে গ্রাম। সকলে শাস্ত্রজ্ঞ সৰ্ব্বমতে অনুপম ॥ রামকেলিগ্রামে ফু Fil রি