পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१»२ ভূক্তিরঞ্জাকুর । [সপ্তম তরঙ্গ। পামরে। কৃপা করি উদ্ধারিল নদিয়া বিহারে। যাহারে দেব মনুষ্যে মিশাই। করিল যতেক স্তব তার অন্ত নাই ॥ জগাই মাধাই হইলেন ভক্তরাজ কহিতে কে জানে অলৌকিক উীর কাজ ॥ কেহ কহে সে কৃষ্ণ চৈতন্য ভগবান 1 জীবে কৈল ব্ৰহ্মাদি দুলভ রত্নদান ॥ সে প্রভু হইলা নীলাচলে সংগোপন এবে কে করিব হেন দুটের তারণ ॥ কেহ কহে ওহে ভাই বলিয়ে তোমায় । হেন দুষ্ট তরে তার ভক্তের কৃপায় । কেহ কহে সে ভক্তের দুলভ দর্শন। এ পাপিষ্ঠ দেশে কেনে হবে আগমন ॥ কেহ কহে ভক্তের এ রীত শাস্ত্রে কয়। জীব উদ্ধারিতে সৰ্ব্বদেশেই ভ্ৰময় ॥ ভক্ত দ্বারে সব কাৰ্য্য সাধে সেই প্রভু। ভক্ত কৃপা বিনা কাৰ্য্য সিদ্ধি নহে কভু ॥ কেহ কছে আহে মোর মনে এই হয়। অবশ্য আসিব এথা কুন মহাশয় ॥ তার কৃপালেশে না রহিব দুঃখ লব । ঘুচিব দুৰ্ব্বদ্ধি রাজা হইব বৈষ্ণব ॥ এত কহি প্রভুরে প্রার্থয়ে বার বার। ঘুচাহ রাজার এ অনীত ব্যবহার ॥ ঐছে শিষ্টলোকগণে হিত চিন্তা করে। এথ রাজা ধন লাভে হর্ষ নিজঘরে । দস্থ্যগণ প্রতি অতি প্রসন্ন হইয়া। বসন ভূষণ দিল প্রশংসা করিয়া ॥ শ্ৰীবীরহাম্বীর রাজা মনে বিচারয়। এই গাড়ী পশ্চিম দেশের স্থনিশ্চয় ॥ বহুদিন বহু অর্থ লাভ হৈল মোরে । এরূপ আনন্দ কভু না হয় অস্তরে ॥ বুঝিলু অমুল্যরঙ্গ আছয়ে ইহায় । এত কহি গ্রন্থের সম্পট গানে