পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tు छक्लिङ्गङ्गकङ्ग । [ সপ্তম তরঙ্গ । কহি কি শকতি ॥ কতক্ষণে স্থির হৈয়া শ্যামানন্দে কয় । রজনী প্রভাতে হবে গমন নিশ্চয় ॥ দেশে গিয়া শীঘ্র এর্থ পত্নী পাঠাইলে । তোমারে মিলিব তথা গিয়া নীলাচলে ॥ অত্যন্ত ব্যাকুল হৈয়া ছিল শ্যামানন্দ । এ কথা শুনিয়া মনে বাড়িল অনিন্দ ৷ শ্ৰীঠাকুর নরোত্তম শ্যামানন্দে লৈয় । গোঙাইল৷ দিব! রাত্রি প্রেমাবিষ্ট হৈয়। ॥ ধৈর্য্যাবলম্বন করি রজনীপ্রভাতে । শ্যামানন্দে বিদায় করয়ে উৎকলেতে ॥ মুদ্রাদি সহিত এক লোক সঙ্গে দিলা । গমন কালেতে মহাব্যাকুল হইল ॥ শ্যামানন্দ সিক্ত হৈয়া নয়নের জলে । নরোত্তমে প্রণময়ে পড়ি ভূমিতলে ॥ তৈছে শ্ৰীঠাকুর নরোত্তম প্ৰণমিয়। নেত্রজলে ভালে শ্যামানন্দে আলিঙ্গিয় ॥ শ্যামানন্দে বিদায় করিয়া মহাশয় ৷ হইলেন যৈছে তাহ কহিল না হয় ৷ খেতরি গ্রামের লোক ধায় চারি পানে। সকলে ব্যাকুল শ্যামানদের গমনে ॥ শ্রীরাজা সন্তোষ দত্ত নিজগণ লৈয় । বহু দৈন্য কৈল শ্যামানন্দে প্ৰণমিয়া ॥ শ্যামানন্দ সন্তোষে করিয়া আলিঙ্গন । হইতে বিদায় অশ্রু নহে নিবারণ ॥ স্ত্রীরাজা সন্তোষ পদ্মাবতী তীরে গিয় । নেত্র জলে ভালয়ে নৌকায় চড়াইয়া ॥ মহাধীর শ্যামানন্দ চড়িয়া নৌকায় । পদ্মাবতী পার হৈল অধৈর্য্য হিয়ায় ৷ তথা স্নানাদিক করি রহি কত ক্ষণ । পদ্মাবতী প্ৰণমিয়া করিলা গমন ॥ গৌরাঙ্গ দর্শন করি কণ্টক নগরে ৷ নবদ্বীপ হুইয়া গেলেন শান্তিপুরে ॥ যে যে স্থানে যে যে উক্ত