পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম তরঙ্গ } ভক্তিরত্নাকর। 4t is নেীক বাহিয়ে বৈঠায়। এইলেহ বৈঠা এবে দিলাম তোমায়। घ्क्नो হৈতে পার করহ জীবেরে। এত কহি অ'লিঙ্গম কৈলা পণ্ডিতেরে ঐ পণ্ডিতে লইয়া প্ৰভু গেল নদীয়ায় । করিগেন মগ্ন অতি অন্তত লীলায়। কে বুঝিতে পারে গৌরচন্দ্রের চরিত। পণ্ডিতে দিলেন আপনার গীতামৃত । কিছু দিনে পণ্ডিত আসিয়া অশ্বিকায় । প্রভু দত্ত গীতাপাঠ করেন সদায় ॥ প্রভুর শ্ৰীহস্তের অক্ষর গীতা খানি । দর্শনে যে স্থখ তাহা কহিতে না জানি ॥ প্রভুদত্ত গীতা বৈঠা প্রভু সন্নিধানে । অদ্যাপিহ অম্বিকীয় দেখে ভাগ্যবানে ॥ পণ্ডিতের কুযশ কহিতে অন্ত নাই । যাহার সর্বস্ব কৃষ্ণচৈতন্য নিতাই ॥ সদ মন্ত নিতাই চৈতন্যগুণ গানে ! নিত্যাই চৈতন্য বিনা অন্য নাহি জানে ॥ নিতাই চৈতন্য দুটী নয়নের তারা । আনে কি জানিব এ অন্তত প্রেমধারা। না জানি কি আনন্দ বাঢ়য়ে সন্দর্শনে। দুঃখের অবধি হয় তিলেক বিহনে ॥ পণ্ডিতের মন জানি প্ৰভু গৌরহরি। এক দিন পণ্ডিতে কহয়ে যত্ন করি ॥ নবদ্বীপ হৈতে নিম্ববৃক্ষ আনাইবে । মোর ভ্রাতা সহ মোরে নিৰ্ম্মাণ করিবে । অনায়াসে নিৰ্ম্মাণ হইব মূর্তিদ্বয় । তুয়া অভিলাষ পূর্ণ করিব নিশ্চয় ॥ শুনিয়া পণ্ডিত অতি উল্লসিত হৈলা। যত্নে দারুবিগ্রহ নিৰ্ম্মাণ করাইলা ॥ যে নিৰ্ম্মাণ কৈল সে প্রভুর কৃপাপাত্র। আপনে প্রকটয়ে অন্যের ছলমাত্র ॥ দেখিয়া অন্তত মূৰ্ত্তি পণ্ডিত উদার। হইল অধৈৰ্য্য নেত্রে