88 ভক্তিরত্নাকর । [ প্রথম তরঙ্গ । মুখাপেক্ষ যবনের গৃহে যান। এ হেতু আপন মানে স্নেচ্ছের সমান। যৈছে মনোবৃত্তি তাহ কিছু নানি হয়। ইথে অতি-দীনহীন আপন মানয় ॥ ঘবে মগ্ন হন দৈন্য-সমুদ্রমাঝরে । স্লেচ্ছাদিক হৈতে নীচ মানে তাপনীরে ॥ নীচজাতি সঙ্গে সদা নীচ-ব্যবহার । এই হেতু মচজাত্যাদিক উক্তি র্তার : বিপ্ররাজ হৈয়া মহাখেদযুক্তান্তরে। আপনাকে বিপ্র-জ্ঞান কভু নাহি করে ॥ শ্ৰীচৈতন্য-কৃপ র্যারে তার ঐছে রীত । অপনা উত্তম বুদ্ধি নহে কদাচিৎ ৷ সদা একরণ আপনাকে নীচ মানে । শ্রীকৃষ্ণচৈতন্য সে ভক্তের তত্ত্ব জানে | পূৰ্ণব্রহ্ম সনাতন শ্ৰীকৃষ্ণচৈতন্য । যৈছে দৈন্য করে তৈছে না করয়ে অন্য ৷ তার ভক্ত দৈন্য রসে নিমগ্ন সদায় । দৈর্ঘ্যে সে তানন্দ তাহা জানে গৌররায় ॥ সনাতন রূপের অন্তরে হৈল মাহা । শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্র জানিলেন তাহ। ভক্তেরে মিলিতে প্ৰভু কত ভঙ্গী জানে। রামকেলি তাইলা যাইতে বৃন্দাবনে ॥ প্রভুরে দেখিতে লক্ষ লক্ষ লোক ধায়। যবনেহ আনন্দে প্রভুর গুণ গায় ॥ সনাতন রূপ হিয়া আনন্দে উথলে । সঙ্গোপনে গিয়া পড়ে প্রভূপদতলে ॥ দন্তে তৃণ ধরি দৈন্য কৈল যে প্রকার । সে সব শুনিতে প্রাণ বিদরে সবার ॥ শ্ৰীভক্তবৎসল প্রভু ধৈর্য্য নাহি বান্ধে । সনাতন রূপের দৈন্তেতে প্রাণ কান্দে ॥ চৈতন্যচরিতামু তন্ত্রন্থে এ লিখন । দৈন্য ছাড় তোমার দৈন্যে ফাটে মের মন ॥ যৈছে দৈন্য কৈল তাহ
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।