পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉు ভক্তিরত্নীকর । [ সপ্তম তরঙ্গ । পদ্মে প্ৰণমিয়া । বিদায় হইতে নেত্রজলে ভাসে হিয়া । নিতাই চৈতন্যে মনোবৃত্তি জানাইল । প্রণমি প্রাঙ্গণ ধূলি ধূষর হইল ॥ করি কত প্রার্থনা প্রভুর পরিকরে। অম্বিক হইতে চলে চলিতে না পারে ৷ দেখিয়া ব্যাকুল সে প্রভুর প্রিয়গণ । শ্যামানন্দে কহে কত প্রবোধ বচন ॥ উৎকলে প্রভুর ভক্তি রত্ব বিতরিয়া। অম্বিক আসিবে পুনঃ সময় পাইয় ॥ ঐছে কত কহে শুনি দূরিকানন্দন । উৎকলে চলয়ে চিন্তি শ্ৰীগুরুচরণ। নিরন্তর নিতাই চৈতন্য গুণ গায়। আপনি হুইয়৷ মত্ত সবারে মাতয় ॥ শ্যামানন্দে দেখি মহাপাষণ্ডির গণ । আপন মানয়ে ধন্য মগয়ে শরণ ॥ গৌড়দেশ মধ্যে দণ্ডেশ্বর নামে গ্রাম। যথা পূর্বে কৃষ্ণমণ্ডলের বাস স্থান। তার পর উৎকলেতে করিলেন বাস। কি বলিব দণ্ডেশ্বরে অদ্ভুত বিলাস ॥ সেই পথ দিয়া শ্যামানন্দের গমন । শ্যামানন্দে দেখি সবে জুড়ায় নয়ন ॥ তথা হৈতে গিয়া শীঘ্ৰ ধীরেন্দাগ্রামেতে ৷ হইল। উদ্বিগ্ন শুভ পত্রী পাঠাইতে ॥ শ্ৰী আচাৰ্য্যষ্ঠাকুর ঠাকুরমহাশয়ে । লিখিলেন সব সমাচার পত্রীদ্বয়ে ৷ শ্ৰীমহাশয়ের যে মনুষ্য গঙ্গে ছিল। তারে পত্ৰ দিয়া অতি যত্নে পাঠাইল ॥ পত্রী পাঠাই৷ প্রেমভক্তি প্রকাশয় । করয়ে উৎকল ধন্য হইয়া সদয় ॥ এখ ঐঠাকুর মহাশয় পত্রী পায়। পত্রী পড়ি সবে শুনাইলা ইৰ্ষ হৈয়। মহাশয় পুনঃ সেই মনুষের দ্বারে। ঐআচার্ঘ্যে পঞ্জী