পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম তরঙ্গ 1 ] ভক্তিরত্নীকর । é s१ পাঠাইলা বিষ্ণুপুরে ॥ পত্রী পাঠাইয়। স্ত্রী ঠাকুর মহাশয় । শ্ৰীনবদ্বীপদি স্থান দর্শনে চলয় ॥ ঐনরোত্তমের পত্রী পাইরা আচার্য্য ! কি অপূৰ্ব্ব স্নেহ পেশে হুইলা অধৈৰ্য্য ॥ জানি মহাশয়ের পত্রীতে সমীচীর । শ্ৰীশ্যামানন্দের পত্রী পড়ে གྭ]ཐ་ বার ॥ শ্ৰীশ্যামানন্দের কিছু অলৌকিক ক্রিয়া। জানাইলা সবারে পরম হর্ষ হৈয়া ॥ শ্ৰীবীরহাম্বীর রাজা মনের উল্লাসে । মস্তকে ধরিল পত্রী লৈয় প্রভুর পাশে ॥ শ্ৰীশ্যামানন্দের গুণ চরিত্র শ্রবণে । সে দর্শন লাগি উৎষ্ঠিত ক্ষণে ক্ষণে ॥ দেখিয়া রাজার চেষ্টা আচাৰ্য্যঠাকুর । তিলে শিলে বাড়ে মনে আনন্দ প্রচুর ॥ শ্ৰীআচার্য্য রাজা প্রতি কহে ধীরে ধীরে । যাইব ঐখণ্ড যাজিগ্রাম শীঘ্ৰ করি । রাজা কহে বনবিষ্ণুপুর কৈলা ধন্য। প্রভু বিনা বিষ্ণুপুর হুইবে অরণ্য । আচাৰ্য্য কহেন কুন চিন্তা না করিবে । বনবিষ্ণুপুরে শীঘ্ৰ দেখিতে পাইবে ॥ রাজ। কহে সঙ্গে করি লেহ মো পামরে। আচাৰ্য্য কহেন হবে কিছু দিন পরে ॥ রাজা কহে প্রৌঢ় রাখিতে না পারি। মনে যে উপজে তাছা করিতেও নারি ॥ এত কহি রাজা ধৈর্য্য ধরিতে না পারে । শ্ৰী আচার্য্য প্রবোধিলা অনেক প্রকারে ॥ অtচাৰ্য্য বচনে করি ধৈর্য্যাবলম্বন । নিজ অন্তঃপুরে শীঘ্ৰ করিলা গমন ॥ রাণী প্রতি কহিল এ সব সমাচার । তেঁহ কহে বিষ্ণুপুর হবে অন্ধকার ॥ রাজ কহে এবে তারে না পারি রাখিতে । রাণী কহে এহ সত্য বিচারিনু চিতে ॥ প্রভু যাইবেন ধৈর্য্য ধরিব