পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২০ ভক্তিরত্নাকর। [ সপ্তম তরঙ্গ । করিলা । যৈছে গ্রন্থ লৈয়া গৌড়ে আগমন কৈল ॥ যৈছে গ্রন্থ চুরি হৈল বনবিষ্ণুপুরে। গ্রন্থ প্রাপ্ত হৈল যৈছে আইল নিজ ঘরে ॥ আদ্যোপাস্ত এ সকল প্রসঙ্গ শুনিতে । নানা ভাবোদয় হৈল বৈষ্ণবের চিতে ॥ সকল বৈষ্ণব স্থির হৈয়া কতক্ষণে । এক দৃষ্টে চাহে শ্ৰীনিবাসে মুখ পানে ॥ শ্ৰীনিবাস আচার্য্য মধুর মৃদু ভাষে । এথা প্রভুগণ কৈছে আছেন জিজ্ঞাসে ॥ শুনি দীর্ঘশ্বাস ছাড়ি কহে ধরি। মৃতপ্রায় আছেন ঠাকুর নরহরি ॥ দিবা রাত্রি মুচ্ছাপন্ন লোটায় ভূতলে । করয়ে প্ৰলাপ সদা ভাসে নেত্রজলে ॥ ঐরঘুনন্দন আদি যত প্রিয়গণ। নিরন্তর গোরা গুণ করয়ে কীৰ্ত্তন ॥ ঠাকুরের দশা দেখি কে বা ধৈর্য্য ধরে । আনের কা কথা দারুপাষাণ বিদরে । এই কথোদিন হৈল দাস গদাধর । নবদ্বীপ হৈতে আইল कल्ले कनशंद्र ફુ નામ ઇન গাইয়া গোঙtয় দিবা রাতি। দেখিতে সে দশ বিদরিয়া যায় ছাতি ॥ করয়ে প্রলাপ ক্ষণে মৌন ধরি রহে । ক্ষণে গদাধর পণ্ডিতের গুণ কহে ॥ ক্ষণে নিত্যানন্দ বলি ছাড়ে দীর্ঘশ্বাস । ক্ষণে কহে কোথা গেলা পণ্ডিত শ্ৰীবাস : ক্ষণে কহে প্রভু এই দুঃখ ভুঞ্জাইতে । আর কত দিন বা রাখিব পৃথিবীতে ॥ ঐছে কত কহি দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া। মৃত্যপ্রায় রহে প্ৰভু প্রাঙ্গণে পড়িয়া ॥রহয়ে নির্জনে না ভুঞ্জয়ে অন্ন জল । বিচ্ছেদগ্নি দাহে দেহ করে টলমল । আহে শ্ৰীনিবাস নবদ্বীপে প্রভুগণ দিনে দিনে প্রায় হইলেন