পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जुभ डङ्गत्र । ] ভক্তিরত্নীকর । ৫২১ সঙ্গোপন ॥ কহিতে না আইসে মুখে বিদরয়ে হিয়া। হইলেন আদর্শন দেবী বিষ্ণুপ্রিয় ॥ শুনি শ্ৰীনিবাসাচাৰ্য্য হইলা মূচ্ছিত। নিশ্চল শরীর নাসা নিশ্বাসরহিত ॥ শ্ৰীনিবাস দশা দেখি বৈষ্ণব সকলে । হইলা ব্যাকুল বক্ষ ভাসে নেত্ৰ জলে ॥ কখো রাত্রে আচার্য্যের হৈল বাহ্যজ্ঞান। করয়ে ক্ৰন্দন যাতে বিদরে পাষাণ ॥ শ্ৰীগোপালদাস নামে এক মহাশয় । স্ত্রীনিবাসে কোলে করি কত প্রবোধয় ॥ শ্ৰীনিবাসাচার্য্য স্থির হৈলা কত ক্ষণে। প্রায় রাত্রি শেষ হৈল প্রভুর কীৰ্ত্তনে ॥ সকলেই কিছু কাল করিলা শয়ন । শ্ৰীনিবাসে নিদ্রা দেবী কৈলা জাকধণ ॥ স্বপ্নচ্ছলে প্রভু শ্ৰীঅদ্বৈ ত প্রেমময় ৷ হইলা সাক্ষাৎ মূৰ্ত্তি কন্দৰ্প বিজয় ॥ আকর্ণ পর্য্যন্ত দুই নেত্ৰ মনোহর। ঐমুখমণ্ডল নিদি কোটি শশধর । কনক মৃণাল জিনি শ্ৰীভুজ যুগলে । স্নেহে শ্ৰীনিবাসে ধরি করিলেন কোলে ॥ বিরহাগ্নিজ্বালা হৈতে যৈছে শান্তি হয় । তাহা করিলেন শ্ৰীঅদ্বৈত কৃপাময় ॥ করি কত বাৎসল্য মধুর মৃদু ভাষে। মন্দ মন্দ 'হালিয়া কহয়ে শ্ৰীনিবাসে ॥ তোমা হৈতে হবে বহু জীবের নিস্তার। প্রভু-মত সর্বত্রেই করিব প্রচার ॥ কহিবেন বিজ্ঞগণ বিবাহ করিতে। করিব বিবাহ দুঃখ না করিবা চিতে ॥ ঐছে কত কহি প্ৰভু হৈলা অন্তৰ্দ্ধান । শ্ৰীনিবাস জাগি দেখে রজনী বিহান ॥ প্ৰভু অদ্বৈতের চারু চরিত্র চিন্তিয়া । নিবরিতে নারে অশ্রু উমরয়ে হিয়া ॥ আপনা প্ৰবোধি প্রাতে [ ७७ ]