পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । 86: কিছু ব্যক্ত তথা । গ্রন্থের বাহুল্যভয়ে না লিখিতু এথা ॥ সর্বাংশে উত্তম হৈয়া ঐছে দৈন্য করে লীচ স্লেচ্ছ পাপী শুনি আপন৷ ধিক্কারে ॥ বি প্ৰগণে বিস্ময় এ মৰ্ম্ম না বুঝিল। প্ৰভু ভক্তদ্বরে লোকে শিক্ষা করাইল ॥ অহে ভাই ! কে বুঝিতে পারে প্রভূহিয়া । ভক্তাধীন হন ভক্তগুণ প্রকাশিয়া ॥ রামানন্দদ্বরে কন্দপের দৰ্পণাশে দামোদর-দ্বারে নিরপেক্ষ পরকাশে ॥ হরিদাসদরে সহিষ্ণুতা জানাইল । সনাতন রূপস্বারে দৈন্য প্রকাশিল ॥ জিতেন্দ্রিয় নিরপেক্ষ সহিষ্ণুতা দৈন্ত । এ চারি তাবধি ব্যক্ত কৈল স্ত্রীচৈতন্য ৷ সনাতন রূপ দৈঘ্য না পারি বুলিতে । মূখগণ ইথে তর্ক করে নানা মন্ত ॥ মহাঘের নরক নাইতে যার সাধ । সে করুক ঐছে কুতর্কাদি তাপরাধ ॥ গণসহ সনাতন রূপে কৃপা করি । রামকেলি হৈতে যাত্র কৈল। গৌরহরি ॥ সনাতন রূপ শ্ৰীবল্লভ তিন ভাই । যে সুখে ভাগিল তা’ কহিতে সাধ্য সাই ॥ কেশপ ছত্ৰীন ত্যাদি যত বিজ্ঞগণ ৷ হইল কৃতার্থ পাই প্রভুর দর্শন ৷ শ্ৰীজীবাদি সঙ্গোপনে প্রভুরে দেখিল । অতি-প্রাচীনের যুখে এ সব শুনিল। তাল্পকালে শ্ৰীজীবের বুদ্ধি চমৎকার । ব্যাকরণ তা দি শাস্ত্রে অতি তাধিকার ॥ সনাতম রূপ ভ্রাতুষ্পপুত্রে নিরখিয়া । করে তাতি অনুগ্রহ স্নেহ প্রকাশিয়৷ শ্ৰীজীব-চরিত্র কেব। বুঝিবারে পারে। প্রভু-রূপমাধুরী সদাই চিন্তা করে ॥ অধ্যাপক স্থানে শাস্ত্র পড়ে নিরন্তর । দেখিয়া সবার অতি প্রসন্ন অন্তর ॥ সবে কহে দেব-অংশে