লপ্তম তরঙ্গ 1 ] लक्विंद्रङ्गकङ्ग । ફ૨૭ সদা অশ্রুধারা অতিশয় ॥ হেন নরহরি প্রভু পানে চtয়। চায় প্রণময়ে ভূমে ভক্তিরসে মত্ত হৈয়া ॥ শ্ৰীঠাকুর নরন্থরি দেখি স্নেহাবেশে । আইস বাপ বুলি কোলে কৈল শ্ৰীনিবাসে ॥ ঐনিবাসে কোলে লৈয়া হইল বিহবল ৷ নিবারিক্তে নারে দুই নয়নের জল ॥ প্ৰেমজলে সিক্ত করিলেন শ্ৰীনিবাসে । করে ধরি বসাইলা আপনার পাশে ॥ পরম বাৎসল্যে হস্ত বুলাযেন গায়। দেখি সে অদ্ভুত রাত কে না মুখ পায়। অতি সুমধুর বাক্যে জিজ্ঞালয়ে যাহা । শ্ৰীনিবাস ক্রমে ক্রঙ্গে নিবেদয়ে তাহা ॥ আদ্যোপাস্ত সকল বৃত্তান্ত নিবেদিল । নরোত্তম ক্ষেত্রে গেলা তাহা জনাইল ॥ শুনি এ সকল মনে উপজিল যাহা । আনের শকতি কি কহিতে পারে তাহা ॥ পুনঃ শ্ৰীনিবাসে কহে সস্নেহ বচনে । নরোত্তমে দেখি শীঘ্র সাধ বড় মনে ॥ বুঝি নরোত্তম এথা আলিব ত্বরায় । বহু কাৰ্য্য সিদ্ধি হবে তাহার দ্বারায় ॥ তার সহ তুমি সঙ্কীর্তনে মও হৰ । দারুণ বিচ্ছেদত্ত্বালা হৈতে জুড়াইব ॥ আছে বাপ ভাল হৈল 'আইলা শীঘ্ৰ করি। এ সময়ে তোমারে দেখিলু নেত্র ভরি ॥ চিরায় হইয়া কর ভক্তি উপার্জন । ভক্তিগ্রন্থ সর্বত্র করহ বিতরণ ॥ হইব স্বতন্ত্র লোক ছাড়িয়া স্বধৰ্ম্ম না বুঝিব গুরু কৃষ্ণ বৈষ্ণবের মৰ্ম্ম ॥ এ সব পাষণ্ডে উদ্ধারিবা ভক্তি-বলে । গাইব তোমার যশ বৈষ্ণব সকলে ॥ তুমি কৃষ্ণচৈতন্যচন্দ্রের নিত্যদাস। প্রভুপূর্ণ করিব তোমার অভিলাষ । তোমার জননী
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।