পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&২৬ ভক্তিরত্নাকর । [ সপ্তম তরঙ্গ । কে বুঝিতে পারে চেষ্টা পুন শ্ৰীনিবাসে। ব্যাকুল হইয়া কহে গদ গদ ভাষে ॥ নবদ্বীপে দেখি গিয়াছিল যে প্রকার। দিনে দিনে বাড়িল সে দুঃখের পাথার ॥ শ্ৰীবাসপণ্ডিত আদি প্রভূপ্রিয়গণ । দেখিতে দেখিতে প্রায় হৈলা সঙ্গোপন ॥ যৈছে আদর্শন হৈল দেবীবিষ্ণুপ্রিয়া । কহিতে না আইসে মুখে বিদরয়ে হিয়া ॥ প্রায়নবদ্বীপ হইলেন অন্ধকার ! যে কেহ আছেন মৃত্যুদশা সে সবার ॥ কি বলিব এথা মুই আইলু তথা হৈতে। রহিল নিল্লজ প্রাণ এ পাপ দেহেতে ॥ শুনি শ্ৰীনিবাস ধৈর্য্য ধরিতে না পারে ৷ হইলেন সিক্ত দুই নেত্র অশ্রুধারে । কতক্ষণে দাস গদাধর স্থির করি । স্নেহাবেশে কহে শ্ৰীনিবাস মুখ হেরি। চিরজীবী হৈয়া বাপ রহি পৃথিবীতে। ভক্তিমঞ্চ প্রকাশিবে স্বগণ সহিতে ॥ পরমদুল্লভ শ্ৰীপ্রভুর সঙ্কীৰ্ত্তন। নিরন্তর আস্বদিবে লৈয়া নিজগণ ॥ করিবে বিবাহ শীঘ্ৰ সবার সম্মত। হইবেন অনেক তোমার আনুগত ॥ ঐছে কত কহি অনুগ্রহে শ্ৰীনিবাসে। করিলেন বিদায় যাইতে মাতা পাশে । শ্ৰীনিবাস বিদায় হইয়া গৃহে গেল। জননীর পরম আনন্দ - বাড়াইলা ॥ সমাচার পত্রী লিখি মনুষ্যের দ্বারে। শীঘ্ৰ পাঠ|ইয়া দিলা বনবিষ্ণুপুরে। যজিগ্রামে বিলসয়ে লৈয়া শিষ্যগণ। গোস্বামির গ্রন্থ করায়েন অধ্যয়ন ॥ যৈছে সর্বশ্রেষ্ঠ মত গোস্বামী প্রকাশে । তৈছে ব্যাখ্যা করান আচাৰ্য্য শ্ৰীনিধাসে কুম তাবলম্বী শুনি ভক্তির ব্যাখ্যান। দূরে পলায়েন