পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अझैश्न उन्नत्र । ] उक्लिङ्गङ्ग कङ्ग । (tఫిసి সম্পত্তি না দেখিতে পাইল ॥ ঐছে কত কহি নেত্রঞ্জলে ভালি যায়। কথো দূর গিয়া নবদ্বীপপানে চায় ॥ দেখয়ে অস্তৃত শোভা নদীয়ানগরে । আনন্দের নদী বহে প্রতি ঘরে ঘরে ॥ চতুর্দিকে ফিরে লোক হরিধ্বনি করি। পরম্পর কহে গোরাচাদের মাধুরী ॥ পরিকর-মধ্যে গোরা ভুবনমোহন। সঙ্কীৰ্ত্তমে করে তাতি অদ্ভুত নৰ্ত্তন ॥ জয় জয় কোলাহল হয় অনিবার। পরম মঙ্গলময় শোভা নদীয়ার । দেখিতে দেখিতে হৈলা আনন্দে বিহবল ৷ আপিন না জানে নেত্ৰে বারে প্ৰেমজল ৷ কত ক্ষণে পুন নেহারয়ে স্থির ছৈয় । দুঃখের সমুদ্রে যেন ভালয়ে নদীয়া ॥ হইয়। ব্যাকুল ঐঠাকুর মহাশয় । কি দেখিলু স্বপ্ন প্রায় মনে মনে কয় ॥ চলিতে না পারে সিক্ত হৈয়া নেত্রজলে । বৈসে এক অপূৰ্ব্ব অশ্বখ বৃক্ষতলে ॥ কি বলিব ংক্ষের প্রভাব অতিশয় । ছায়াম্পর্শ মাত্র হৈল ধৈর্য্যাদি উদয় ॥ নরোত্তম পুন মনে মনে বিচারিয়া । চতুর্দিকে চায় আপনাকে প্রবেধিয়া ॥ সেই পথে দেখে এক প্রাচীন 'বিপ্রেরে। জিজ্ঞাপিতে চাহে কিছু জিজ্ঞামিতে নারে । সে বিপ্রের প্রতিদিন অtছয়ে নিয়ম । বৃক্ষতলে আসিয়া রহয়ে কত ক্ষণ ॥ নিমাইর ক্রীড়াস্থান ইথে প্রীত অতি । চাহিয়া বৃক্ষের তলে চলে মন্দগতি ॥ নরোত্তমে দেখি বিপ্ৰ মনে বিচারয় । নিমাই চাদের কৃপাপাত্র এনিশ্চয় ॥ নছিলে এদারুণ তাপেক্তে ন্ধি হিয়া। তাছাতেও বাঢ়ে সুখ ইহারে দেখিয়া ! কি অপূর্ব | ૭૧ ] *