পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ફકર छद्धिग्नङ्गाँकेंप्त । [ चक्रेन छब्रन । সয়ে শচীর নন্দন ॥ দেখি সে অদ্ভুত শোভা মূৰ্ছিত হইলু। চেতন পাইয়া দেখি পুন না দেখিমু। কত ক্ষণে স্থির হৈয়। বিচারিনু মনে । নদীয়ায় সদা বিহরয়ে শিষ্যসনে ৷ সেই হুৈতে প্রতিদিন আসিয়ে এথায় । তার ইচ্ছামতে আজি দেখিলু তোমায় ৷ নিমাঞি চান্দের কৃপাপাত্র হও তুমি । তেঞি গোপনীয় কথা কঠিলাম তামি ৷ শুনিয়া বিপ্রের অতি গস্নেহ বচন। বিপ্ৰ-পদধূলি সাথে লৈলা নরোত্তম ॥ অশু-যুক্ত হইয়। বিপ্রের প্রতি কয় । মু অজ্ঞেরে তনুগ্রহ কর মহাশয় ॥ বিপ্ৰ নরোত্তমে কহে করি আলিঙ্গন । চিরকাল কর বাপ ভক্তি উপার্জন ॥ ঐছে কহি কত ক্ষণ রাখিলেন কোলে । নরোত্তম অঙ্গসিক্ত কৈল নেত্ৰ জলে ॥ নরোত্তম প্রতি পুন দীরে ধীরে কয় । নবদ্বীপ বসতি বিস্তার অতিশয় ॥ সর্বেত্রই দর্শন করিবে পরিকরে। এই পথে প্রথমে যাইবে মায়াপুরে ॥ তথা শচী জগন্নাথ মিশ্রের ভবন । যথা অবতীর্ণ হইলেন নারায়ণ ॥ এত কহিতেই বিপ্ৰ অধৈৰ্য্য হইলা । নরোত্তম সেই পথে গমন করিলা । নবদ্বীপ মধ্যে গ্রাম নাম বহু হয় । লোকে জিজ্ঞাগিয়া মায়ুপুরে প্রবেশয় ॥ তথা অতি কাত্তরে জিজ্ঞাসে কারু স্থানে । জগন্নাথ মিশ্রেয় ভবন কুন খানে ॥ তেঁহ কহে এই পথে করাহ গমন । ঐ দেখ জগন্নাথ মিশ্লের ভবন ৷ এত কহি সিক্ত হৈয়া লেত্রের ধারায় । ছাড়ি দীর্ঘশ্বাগ নরোত্তম পনে চায় ৷ নরোত্তম নেত্রধারা মারে গিৰী