পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(రీనీ', ভক্তিরঞ্জঙ্কির } [ अझेभ उद्गत्र । রাখিতে মারি এখী । এ সময়ে বিলম্বের নাই প্রয়োজন ৷ শীঘ্র নীলাচলচন্দ্রে করই দর্শন ৷ তথা প্রভুর গণ শীঘ্ৰ করিম বিদায় । সাধিব অনেক কাৰ্য্য তোমার দ্বারায় । ঐ কত কহি ঐ অচ্যুত নরোত্তমে। মিলাইলা প্ৰভু অদ্বৈতের প্রিয়গণে । সকলেই নরোত্তমে অতিস্নেহ করি। রাখিলেন শান্তিপুরে দিন তিন চারি ॥ নীলাচল যাইতে শীঘ্ৰ করিলা বিদায়। নরে। ভম যাত্র। যৈছে কহনে না যায় ॥ শীঘ্র হরিনদী গ্রামে গঙ্গপায় হৈয় । নিতাই চৈতন্য দেখে অম্বিকীয় গিয়া ॥ নিস্তাই চৈতন্য গৌরীদাসের জীবন । কিবাস্তুত সেবা শোভা ভুবনমোহন ॥ নরোত্তম প্রভুর প্রাঙ্গণে লোটাইয়া । করিল প্রণাম নেত্রঞ্জলে পিক্ত হৈয় ৷ হৃদয়চৈতন্য আদি প্রভুপ্রিয়গণ। সব সছ হৈল অতি অদ্ভুত মিলন ৷ হইল যে সব কথা তা সবার সমে । বিস্তারিতে নারি গ্রন্থ বাহুল্য কারণে ॥ নরোত্তমে জঙিস্নেহ করিয়া সকলে । করিলেন বিদায় যাইতে নীলাচলে ॥ সকলের নয়নে বহয়ে অশ্রুধার। নরোত্তম নেত্রে গুঞ্জ বহে অনিবার। নিতাই চৈতন্য পদে আত্মসমপিয়া। জম্বিকা হইতে চলে ব্যাকুল হইয়া। যে সকল গ্রামে বৈসে প্রভূ প্রিয়গণ। সে সকল এমি হৈয়া করিলা গমন ॥ কি জপূর্ব গমন চাইয়ে চারিভিতে। সপ্তগ্রাম দেখি প্রণময়ে দূরে খৈতে ৷ সপ্তঋষি তপস্যার স্থান শোভাময়। শ্ৰীগঙ্গা যখুন। সরস্বতী ধারাত্রয় ॥ সপ্তগ্রাম দর্শনে সকল দুঃখ