পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম তরঙ্গ” ] ভক্তিরত্নাকর। 密8") সঙ্গোপন ॥ তার অপ্রকটে সপ্তগ্রাম অন্ধকার । শুনি মরোত্তম নেত্ৰে বহে অশ্রুধার ॥ হইলা ব্যাকুল যৈছে কহনে না যায়। প্রভূপ্রিয় যে ছিলেন মিলিলা তাহায় । সপ্তগ্রাম হৈরে চলে গঙ্গাতীরে তীরে । যথা যে ভক্তের স্থিতি মিলে সে সবারে ॥ খড়দহ গ্রামে প্রবেশিতে মহাশয় । দেখে যে রহস্য তাহt কছিল না হয়। প্রভু নিত্যানন্দ মনোরথ পূর্ণ কৈলা। প্রভুর ইচ্ছায়ে নরোত্তম স্থির হৈলা ॥ প্রভুর ভবন পানে করিতে গমন । প্রভুপরিকর সহ হইল মিলন ॥ সবে শীঘ্র প্রভুর ভবনে লৈয়া গেল, শ্ৰীঈশ্বরী প্রতি এ সম্বাদ জানাইলা ॥ শ্ৰীবস্থজাহ্নবী দোহে বীরভদ্র সনে বসিয়াছিলেন প্রভুচরিত্র কথনে ॥ শুনি অকস্মাৎ নরোত্তমের গমন । ষদ্যপি ব্যাকুল তযু হৈল হর্ষ মন ॥ শীঘ্ৰ অন্তঃপুরে নরোত্তমে বলাইলা । নরোত্তম গিয়া পাদপদ্মে প্ৰণমিলা ॥ সৰ্ব্বতত্ত্ব জ্ঞাত বস্থ জাহ্নবী ঈশ্বরী। অনুগ্রহ কৈল যত কহিতে না পারি ॥ নরোতমে দুই চারি দিবস রাখিল । কৃষ্ণকথারসে দিব। নিশি গোঙাইলা । প্রেমের আবেশে মরোক্রমে প্রশংসয় । মহাশয় থ্যাতি সে ইহার যোগ্য হয় ॥ ঐছে পরম্পর কত কহিয়া বিরলে। নরোত্তমে বিদায় করয়ে নীলাচলে ॥ গমনের কালে জীজাহ্নৰী ধীরে ধীরে । না জানি কি কহিবা সে নয়নের নীরে। এছু বীরভদ্র অতি মধুর—ভাষায়। নরোত্তমে যে কহিল কহ৷ নাহি যায়। শ্ৰীপরমেশ্বরীদাস ব্যাকুল হইয়। পথের সন্ধান