পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8象 ভক্তিরত্নীকর । [ অষ্টম তরঙ্গ । সব দিলেন কহিয়া ॥ মহেশপণ্ডিত আদি অতিশয় স্নেহে । নরোক্রমে বিদায় করিয়া স্থির নহে ॥ নরোত্তম ভূমে পড়ি প্রণমি সবtয় । খড়দহ হৈতে চলে ব্যাকুল হিয়ায় ৷ নীলাচল পথের পথিক নরোত্তম । যথা ভক্তালয়ে তথা করয়ে গমন ॥ খানাকুল কৃষ্ণনগরেতে শীঘ্ৰ গেলা । ঐঠাকুর অভিরাম পদে প্ৰণমিলা ॥ নিত্যানন্দ পিচ্ছেদে তাহার বাহ নাই । তৈছে ঐ মালিনী উপমার নাই ঠাই ॥ যালিনী সহিত তেঁহ বহুকৃপা কৈলা । নীলাচল যাইতে ত্বরায় আজ্ঞা দিলা ॥ শ্ৰীঅভিরামের চেষ্ট। দেখি নরোত্তম । অত্যন্ত ব্যাকুল নেত্রে ধারা নদীসম । গোপীনাথ সেবা দেখি উথলে হৃদয় । বিদায় হইলা যৈছে কহিল না হয় ৷ সে দেশে ছিলেন যত প্রভুপ্রিয়গণ । সে সব ভক্তের সঙ্গে হইল মিলন ॥ সোঙরি ভক্তের গুণ ভাসি নেত্রজলে । অতি অল্প দিনেই গেলেন নীলাচলে ॥ তথা গোপীনাথ আচাৰ্য্যাদি প্রভুগণ । নরোত্তম পথপানে করে নিরীক্ষণ ॥ প্রভুর আদেশ পূর্বের্ণ অাছে এ সকলে । নরোত্তমে প্রবোধ করিতে নীলাচলে ॥ প্রভু প্রিয়গণের অন্তর বৃত্তি যাহা । কে অtছে এমন যে বণিতে পারে তাহ ॥ কানাইখুটিয়া প্রতি গোপীনাথ কয় । নরোত্তমে দেখি শীঘ্র এই মনে হর ॥ এত দিন আছে দেহ প্রভুর ইচ্ছাতে । আর কত দিন , বা গীকির এই মতে ॥ তেঁহ কহে লোক মুখে শুনিলু সকল । নবদ্বীপ হৈয়া আলিবেন নীলাচল ॥ বুকি