পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম তরঙ্গ ৷ ] छक्लिन्नङ्गकङ्ग । ○89 এথা আসিতে বিলম্ব নাহি আর ॥ ঐছে কত কহে চেষ্টা বুঝে শক্তি করে। ঐশিথি মাহাতি আদি গোপীনাথে কয় । স্ত্রীজগন্নাথের হৈল দর্শন সময় ॥ শুনি গোপীনাথাচাৰ্য্য প্রিয়গণ-সনে। চলিলেন জগন্নাথ দেবের দর্শনে ॥ পরস্পর ঐনরোস্তমের কথা কয় । যৈছে রামকেলি গ্রামে প্রভু অাকর্ষয় ॥ প্রভু অনুগ্রহ যৈছে কহিতে কহিতে। জগন্নাথালয়ে যান সিংহদ্বারপথে ॥ প্রভুর বিচ্ছেদে দেহ অতিশয় ক্ষীণ। তথাপিছ সূৰ্য্যপ্রায় যদ্যপি মলিন ৷ কহিতে কি করুণার মূর্তি এসকলে । যে দেখে বারেক সে ভাসয়ে নেত্রজলে ॥ দূরে রহি নরোত্তম দেখি এ সলায়। নয়নে বহয়ে ধারা অধৈৰ্য্য হিয়ায় ॥ প্রভুপ্রিয়গণ হেন মনেতে বিচারে। পরিচয় পাইমু কুন ব্রাহ্মণের দ্বারে এথা সিংহদ্বারে কেহ কারু প্রতি কয় । অন্য মরো উম অtসিবেন মনে লয় ॥ এত কহিতেই শুভ সংবাদ পাইয়। নরোত্তম পানে সবে রহয়ে চাহিয়া ॥ শ্ৰীনরোত্তমের ভক্তিময় কলেবর । দীর্ঘ দুই নেত্রে অশ্রুধারা নিরন্তর। অন্তত প্রেমের গতি অধৈর্য্য অন্তরে। ভূমেপড়ি প্রণময়ে প্রভু পরিকরে ॥ সবে প্রেমাবেশে নরোত্তমে অলিঙ্গিল । নরোত্তম-অঙ্গ নেক্সজলে সিক্ত কৈল ॥ যদ্যপি দারুণ দুঃখে দগ্ধ অনিবার । তথাপিহ আনন্দ সে জন্মিল সবার ॥ সবে অতি অনুগ্রহ করি কত কৈয়া । জগন্নাথ আগে গেল নরোত্তমে লৈয়া !