পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q份粉 ७छिन्नङ्गकङ्ग । [अझैभ उब्रन्न । নরোত্তম প্রেমাবেশে অধৈৰ্য্য হৃদয় । জগন্নাথ বলদেব শোভ নিরীখয় ॥ মেঘপুঞ্জ অঞ্জন রজত কুন্দ জিনি। রূপের ছটায় কোটি কন্দৰ্প নিছনি ॥ বদনচন্দ্ৰম আলো করে ত্রিভুবন । জগৎ মেtহয়ে কিবা শ্ৰীপদ্মলোচন ॥ কিবা বাহু বিশাল ভঙ্গিম মনোহর। ঝলমল করে নান ভূষণ সুন্দর। দুই দিকে দুই প্রভু সুভদ্র মধ্যেতে। বিলসয়ে স্থদর্শন চক্রের সহিতে ॥ অনিমিখ নেত্রে নরোত্তম নিরখিয়া । ভাবাবেশে অধৈৰ্য্য ধরিতে নারে হিয়া। দেখি সে অদ্ভুত চেষ্টা প্ৰভু প্রিয়গণ। হইল বিহ্বল অশ্রু নহে নিবারণ ॥ গোপীনাথাচার্য্য নরোভমে স্থির কৈল । প্রভুর সেবক মালা প্রসাদ আনি দিল ॥ নরোত্তমে লইয়া আচার্য ধীরে ধীরে । জগন্নাথালয় হৈতে আইলা নিজ ঘরে ৷ নীলাচলে যে ছিলেন প্রভু প্রিয়গণ । সে সবে শুনিলা নরোত্তমের গমন ॥ যদ্যপি দারুণ দুঃখে দন্ধ অনুক্ষণ । তথাহি সবার হৈলা উল্লসিত মন ॥ গোপীনাথচার্য্য সে সবারে মিলাইতে । নরোত্তম সঙ্গে দিলা বিপ্র জগমাথে ॥ নরোত্তম তা সহ চলয়ে সব ঠাই। প্রভুগণে মিলে । যৈছে কহি সাধ্য নাই ॥ হরিদাসঠাকুরের সমাধি দর্শনে । কৈল যে বিলাপ তা বণিতে কেবা জানে ॥ গদাধরপণ্ডিত গোস্বামী ছিল যথা । অতিশয় ব্যাকুল হইয়া গেলা তথা | গোপীনাথে প্ৰণমিল পড়িয়া ভূমিতে । গদাধরগুণে কালে সে শোভা দেখিতে। তথা যে আছেন পণ্ডিতের প্রিয়