পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

般8* ভক্তিরত্নীকর । [ वंश उतन । স খলু ভবতি রাধা শ্ৰীল গেীরাবতারে। নরহরিসরকারস্যাপি দামোদরস্য প্রভূনিজদয়িতানাং তচ্চ সারং মতং মে ॥ অহে নরোত্তম কি বলিব তার রীত। যার প্রাণনাথ গৌর সৰ্ব্বত্র বিদিত ॥ গৌরাঙ্গ বিচ্ছেদ কভু সহিতে না পারে। সদা সে দর্শনানন্দসমুদ্রে সীতারে ॥ বৃন্দাবন হৈতে যবে ঐগৌরমুন্দর। জাইলেন এথা সঙ্গে প্রিয় পরিকর ৷ পণ্ডিত গোস্বামী নিরথিয়া প্রভু পানে । প্রেমানন্দে মূচ্ছিত হইল। এই খানে ॥ এথ মহীরঙ্গ দেখিলেন ভাগ্যবন্ত । আহে নরোত্তম ত কহিতে নাই অন্ত ॥ প্রভু নিত্যানন্দ গোঁড় হইতে আসিয়া । দেখিল শ্ৰীগোপীনাথে এথা দাড়াইয়া ॥ পণ্ডিত গোসাঞি সহ যে সুখ মিলনে। সর্বত্র বিদিত তা দেখিল ভাগ্যবানে ॥ তথাহি শ্রীচৈতন্যভাগবতে ॥ “দেখি শ্ৰীমুরলীমুখ অঙ্গের ভঙ্গিমা। নিত্যানন্দ আনন্দ অশ্রুর নাই সীমা ॥ নিত্যানন্দ বিজয় জানিয়া গদাধর । ভাগবত পাঠ ছাড়ি আইলা সত্বর । দোহে মাত্র দোহার দেখিয়া ঐবদন । গলা ধরি লাগিলেন করিতে ক্রমান ৷ অন্যোন্য দেtহারে দোহে করে নমস্কার। অন্যোন্য বলেন দোহে মহিমা দোহার ॥ দোহে কহে আজি হুইল লোচন নিৰ্ম্মল ; দোহে বলে জন্ম আজি আমার সফল ॥ বাইজ্ঞান নাহি দুই প্রভুর শরীরে । দুই প্ৰভু ভাসে প্রেমভক্তি