পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । t8న সাগরে। হের যে হইল প্রেমভক্তির প্রকাশ। দেখিচতুর্দিকে পড়ি কাদে সব দাস ॥ কি অদ্ভুত প্রীত নিত্যানন্দ গদাধরে । একের অপ্রিয় অারে সন্তাষ না করে ॥ গদশধরদেবের সঙ্কল্প এইরূপ। নিত্যানন্দ নিন্দুকের না দেখেন মুখ ॥ নিত্যনন্দ স্বরূপের প্রীত যারে নাই । দেখাও না দেন তারে পণ্ডিত গোস্বাঞি ॥” আহে নরোত্তম প্রাণ কান্দে তা স্মরণে । হইল দুই প্রভুর মিলন এই খানে ॥ এপা দোহে স্থির হৈয়া যসি কথোক্ষণ । করিলেন ত্রীচৈতন্যচরিত্র কীৰ্ত্তন ॥ পণ্ডিত গোসাঞি পদ্মাবতীর নন্দনে । নিমন্ত্রণ কৈল অদ্য ভিক্ষ এই খানে। নিত্যানন্দ প্ৰভু গদাধরের নিমিত্তে। এক মন তণ্ডুল আনিলা গোঁড় হৈতে ॥ মনে এই সাধ অন্যে ন বুঝে এরীত । গোপীনাথে সমৰ্পিয় ভুঞ্জিব পণ্ডিত ॥ দিলেন সে তণ্ডুল শ্ৰীপণ্ডিতে এথায়ে। পণ্ডিত গোসাঞি দেখি কত প্রশংসয়ে ॥ এখা সে তণ্ডুল স্ত্রপণ্ডিতে কৈল পাক । করিল ব্যঞ্জন টোটা হইতে তুলি শাক ॥ কোমল তিন্তিড়ী ক্ষু পত্রান্বল শীঘ্ৰ কৈল । অন্নের গৌগন্ধি সব টোটায় ব্যাপিল । গোপীনাথে ভোগ দিয়া রাখিলা এথায় । অকস্মাৎ আইল অন্তৰ্য্যামী গৌররায় ॥ হালি কহে ঐছে কাৰ্য্য গোপনে দোহার। না জানহ ইথে ভাগ আছয়ে আমার ॥ কভু ভিন্ন নহি আমি তোমা দোহ হৈতে। অনুচিত কৈলে কিছু চাহিয়ে কহিতে ॥ শুনি মহা مم-حممسد--------

  • f9fগুড়ী-তেঁতুল ।