পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& & о ভক্তিরত্নাকর । [ অষ্টম তরঙ্গ । নন্দে শ্ৰীপণ্ডিত গদাধর । খুইল প্রসাদ অন্ন প্রভুর গোচর । প্রভু কহে তিন ভাগ সমান করিয়া । ভুঞ্জিব এ অন্ন তিনে একত্র বসিয়া ॥ এত কহি অন্ন ভাগত্রয় শীঘ্ৰ করি । এই খানে ভুঞ্জিতে বসিলা গৌরহরি ॥ দক্ষিণে ঐনিত্যানন্দ বামে ঐপণ্ডিত ! সে শোভা ভাবিতে হিয়া না হয় সম্বিত ॥, ভুঞ্জেন শ্ৰীগৌরচন্দ্র ঈষৎ ইলিয়া । শ্ৰীশাক তিন্তিড়ী পাত্রান্বলে প্রশং লিয়া ॥ ভুঞ্জয়ে ঐনিত্যনন্দ উল্লাস হিয়ায় । মন্দ মন্দ হাগি গোস্বামির পীনে চায় ॥ পরম আনন্দে ভুঞ্জে পণ্ডিত গোস্বাঞি । উপজয়ে কৌতুক কহিতে তান্ত নাই ॥ আচমন করি তিনে বসিলা এথায় । সে সব ভাবিতে হিয়া বিদরিয়া যায়। অহে নরোত্তম হের দেখহ নির্জনে বসিতেন শ্ৰীগোস্বামী এই জীর্ণসনে ॥ এইখানে গোসাঞির জীবন গৌরহরি। এক আসি বসিতেন এ আসনোপরি ॥ ভাগবতপদ্যাস্বাদে হৈত অশ্রুপাত। তাহে গ্রন্থ সিক্ত এই দেখহ সাক্ষাৎ ৷ এই টোটামধ্যে যত বিলাস দোহার । তাহা কহিবার শক্তি না হয় আমার ॥ আহে নরোত্তম এই খানে গৌরহরি । না জানি কি পণ্ডিতে কহিল ধীরে ধীরি ॥ দোহার নয়নে ধারা বহে অতিশয় । তাহ নিরখিতে দ্রবে পাষাণহৃদয় ॥ ন্যালিশিরোমণি চেষ্টা বুঝে সাধ্য করে। অকস্মাৎ পৃথিবী করিলা অন্ধকার । প্রদেশিল এই গোপীনাথের মন্দিরে । হৈলা আদর্শন পুন নী আইলা লাগিরে ৷ প্ৰভু সঙ্গোপন সময়েতে হৈল যাহ। লক্ষ