পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अझैभ उन्नत्र । ] छद्धिन्तङ्गांकग्न । ぐむ〉 মুখ হইলেও কহিতে নারি তাহা । এই খানে গোস্বামী হইল৷ অচেতন। এখা সব মহান্তের উঠিল ক্ৰন্দন ॥ ভকত বৎসল প্ৰভু গৌরগুণমণি। সব প্রবোধিলা যৈছে কহিতে না জানি ॥ গোস্বামির প্রতি প্ৰভু কৈল এ তাদেশ । বিপ্ৰপুত্ৰ শ্ৰীনিবাস পাইল সড় ক্লেশ ॥ আইসেন পথে শুনি মোর সঙ্গোপন । করিল নিশ্চয় তেঁহ ছাড়িতে জীবন ॥ প্রবোধিনু তারে ভেঁছ আসিব এথায়। প্রাণ রক্ষা হবে তার তোমার কৃপায় ॥ সৰ্ব্বতত্ত্ব জন তুমি কি আর কহিতে । কিছু দিন রহিব আমার ইচ্ছামতে ॥ ঐছে কত কহি প্রভু কিছু স্থির কৈলা । কত দিনে শ্ৰীনিবাস এথাই আইলা ॥ কিবা প্রেমময় নেত্রে ধারা নিরন্তর। কৈশোর বয়স কি অপূৰ্ব্ব কলেবর। অহে নরোত্তম শ্ৰীনিবাস এই খানে। ভূমে পড়ি প্রণমিলা গোস্বামিচরণে ॥ দুই বাহু পসারি গোস্বামী করি কোলে । শ্ৰীনিবাস অঙ্গ সিঞ্চিলেন নেত্ৰ ॥ পিতা মাতা বাৎসল্য করয়ে পুত্রে যৈছে । খ্ৰীনিবাস প্রতি গোস্বামির ভাব তৈছে। গোস্বামী করিলা যৈছে অনুগ্রহ উরে। সে সব সঙরি হিয়া না জানি কি করে। শ্ৰীনিবাসে বিদায় করিয়া বৃন্দাবনে। হইয়া ব্যাকুল বসিলেন এইখানে ॥ দিনে দিনে সে কোমল তনু হইল ক্ষীণ । নেত্রজলে ধরণি সিঞ্চয়ে রাত্রি দিন ॥ অগ্নিশিখা প্রায় দীর্ঘ নিশ্বাস সঘনে। অকস্মাৎ সঙ্গোপন হইল। এই খানে ॥ সে সময়ে যে হইল কহনে না যায়। রহিল জীবনমাত্র উtছার