পাতা:ভক্তিরত্নাকর.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নীকর । [ প্রথম তরঙ্গ । باع রূপ কিছু দিন পরে ৷ নীলাচলে প্রভু-ভক্তগণের দর্শনে। যে আনন্দ হইল তা বর্ণিব কোন জনে ॥ গণসহ শ্রীচৈতন্য অদ্বৈত নিতাই। যে কৃপা করিল রূপে কহি সাধ্য নাই ॥ কত দিন রহি প্ৰভু ভক্ত-অজ্ঞামতে । বৃন্দাবনে চলিলেন গৌড়দেশ-পথে ॥ গৌড়ে যে আছিল অর্থ তাহা আনাইলা । কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে বঁটি দিলা । নিশ্চিন্ত হইয়া ব্রজে করিল গমন । চৈতন্যচরিতামৃত-গ্রন্থে এ লিখন ॥ বৃন্দাবন হৈতে শ্ৰীগোস্বামী সনাতন ঝাড়িখণ্ড-পথে কৈলা নীলাদ্রি গমন ॥ কিছু দিনে আসি নীলাচলে প্রবেশিল । সনাতনে দেখি প্রভু মহাহৰ্ষ হৈলা ৷ কি অদ্ভুত স্নেহে সৰ্ব্বভক্ত মিলাইল । কিছু দিন রাখি পুনঃ ব্রজে পাঠাইল ॥ বৃন্দাবনে সনাতন শীরুপে মিলিলা । চৈতন্যচরিতাযুতে ইহা বিস্তারিলা ॥ এ দোহার কৃপালেশ হয় যার প্রতি । তার হয় শ্ৰীকৃষ্ণচৈতন্যপদে রতি ॥ গোস্বামির পুরোহিত পিপ্রের কুমার। বৃন্দাবনে গেলা কৃপা হইল দোহার ॥ অথবাঞ্ছা ছিল ছাড়ি উল্লাসিত মনে । শিষ্য হইল সনাতনগোস্বামির স্থানে ॥ অদ্যাপিহ মাড়গ্রামে তাহার সন্তান । প্রভু সনাতন বিন না জানয়ে আন ॥ সনাতন রূপ করুণায় অন্দ্রি হৈল । মথুরামণ্ডলে লুপ্তর্তীর্থ ব্যক্ত কৈল ॥ বৃন্দাবন হইতে শ্ৰীজীবেরে আকৰ্ষিল । শ্ৰীজীবগোস্বামী গৌড়ে উদ্বিগ্ন হইল ॥ শ্ৰীজীবগোস্বামী যৈছে গেল। বৃন্দাবন । সে তাতি আশ্চৰ্য্য কিছু করি নিবেদন ॥ যে হইতে গোস্বামী গেলেন বৃন্দাবনে ;